সকালেই সূর্য উঠেছে পঞ্চগড়ে
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। গেল তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকার পর আজ বেড়েছে। মঙ্গলবার সকাল ছয়টায় তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
গেল সাতদিন ধরে ভোর হতে ঘন কুয়াশা থাকলেও আজ কোনও কুয়াশা নেই। সকাল থেকে সূর্যের আলো ছড়িয়েছে আকাশে। তবে সূর্যের দেখা মিললেও রোদের তীব্রতা নেই।
মঙ্গলবার তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.২ ডিগ্রি সেলসিয়াস। তবে ভোরে বাড়ি থেকে বেরিয়ে আসা পথচারী এবং নিম্নআয়ের শ্রমজীবী মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তা-ঘাটে প্রচণ্ড ঠাণ্ডা। উত্তরের ঠাণ্ডা বাতাসে গা হিম হয়ে আসে। লেপ ও কম্বল ছাড়া ঘুমানো যায় না। অনেকেই রাত কিংবা ভোরে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেন। এছাড়া শীতের প্রকোপ বাড়তে শুরু করায় জেলার হাসপাতালগুলোতে দিন দিন শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে দরিদ্র শীতার্তদের জন্য প্রথম দফায় প্রায় ৪০ হাজার শীতবস্ত্র পঞ্চগড়ের পাঁচটি উপজেলায় বিতরণ করা হয়েছে। যা চাহিদার তুলনায় অপ্রতুল।
জেবি/পি
মন্তব্য করুন