ঢাকাশুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২

দুই মাথাওয়ালা এক শিশুর জন্ম, দেখতে উৎসুক মানুষের ভিড়

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০৬:৫৬ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

পঞ্চগড়ে দুই মাথাওয়ালা একটি শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। এদিকে দুই মাথাওয়ালা শিশু জন্মের সংবাদে হাসপাতালের গাইনি ওয়ার্ডে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

বিজ্ঞাপন

জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় প্রধানপাড়া এলাকার চাপাতা শ্রমিক মাজেদুল ইসলামের স্ত্রী মোছা. সুরভী আক্তার শিশুর জন্ম দেন। এই দম্পতির এটিই প্রথম সন্তান।

শিশুটির বাবা মাজেদুর জানান, দুই মাথাওয়ালা শিশুটি আল্লাহ আমার ঘরে দিয়েছেন। সুস্থ হলেই বাসায় নিয়ে যাবো।

বিজ্ঞাপন

হাসপাতালের সহকারী সার্জন ডা. নাছরিন পারভিন বলেন, এ রকম পঞ্চগড় হাসপাতালে এর আগে কখনো হয়নি। শিশুটির দুই মাথা হওয়ায় বের করতে কষ্ট হয়েছে। তবে অপারেশন ভালোভাবে সম্পন্ন হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু ডা. আবু সায়েম বলেন, শিশুটির দুইটি মাথায় নাক, কান, মুখ, চোখ সবকিছু স্বাভাবিক আছে। তবে একটি পেট, দুইটি হাত, দুইটি পা রয়েছে। পরীক্ষা করে দেখেছি দুই পাশেই হার্ড রয়েছে। শিশুটি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের শিশু বিভাগের স্ক্যানু ওয়ার্ডে পর্যবেক্ষণে আছে।

আরটিভি/এএএ-টি  

বিজ্ঞাপন
Advertisement

 

 

 

 

 

 

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |