• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
মেহেরপুরে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার 
আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার
মেহেরপুরে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গা ও রাজবাড়ি জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম। গ্রেপ্তারকৃতরা হলো, ডাকাত দলের সর্দার আলতাফ মন্ডল (৫৩), রমজান আলী (৪৩) ও আসাদুল ইসলাম (৩৪)। তাদের স্বীকারোক্তি মোতাবেক দেশীয় অস্ত্র, ডাকাতিতে ব্যবহৃত পোশাকসহ বিভিন্ন সরাঞ্জম জব্দ করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুপার জানান, গেল ২ নভেম্বর রাত সাড়ে ৩টার দিকে ডাকাত দলের সর্দার আলতাব হোসেন তার সদস্যদের নিয়ে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়ক ব্যারিকেড দিয়ে ড্রামট্রাক, আলমসাধু, হানিফ পরিবহনসহ অন্যান্য যানবাহনের গতিরোধ করে। গাড়ির চালক, হেলপার ও সাধারণ যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা লুট করে নেয়। এছাড়া ড্রাম ট্রাকের একজন ড্রাইভার এবং একজন হেলপারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এই ঘটনাকে কেন্দ্র করে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ডাকাতদের বিরুদ্ধে গাংনী থানার একটি মামলা দায়ের করা হয়।  এর আগেও ডাকাত দলের সদস্যরা দুরপাল্লার পরিবহণের চালকদের জিম্মি করে নগদ অর্থ লুট করে নেয়। এ ঘটনার পর থেকেই মামলার মূল রহস্য উৎঘাটনে অভিযানে নামে গাংনী থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। তথ্য প্রযুক্তির সহায়তায় ৪৮ ঘন্টার মধ্যে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মামলার মূল রহস্য উৎঘাটন করতে সক্ষম হয়।   গেল ৫ নভেম্বর জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের আরও একটি যৌথ অভিযানে ডাকাত দলের সর্দার আলতাফ মন্ডলকে রাজবাড়ি জেলার পাংশা থানার সেনপাড়া কালিতলা বাজার হতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৭০০ টাকা ও তার ব্যবহৃত মুঠোফোনটা জব্দ করা হয়। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৮টি ডাকাতি মামলা ও একটি অস্ত্র মামলা রয়েছে। পরবর্তীতে গেল ৬ নভেম্বর জেলা গোয়েন্দা শাখা এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের দলটি অভিযান চালায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বড়বোয়ালিয়া গ্রামে। পরে ঐ গ্রাম থেকে রমজান ডাকাত ও আসাদুল ইসলামকে গ্রেপ্তার করে। রমজানের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা ও একটি চুরির মামলা রয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারগারে প্রেরণ করা হয়। আসামীরা আদালতে ১৬৪ ধারা মোতাবেক দোষস্বীকারোক্তিমূলক জবানবন্দীও প্রদান করেন।   পুলিশ সুপার আরও বলেন, ডাকাতি ও ছিন্তাইরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশপাশি টহল জোরদার করা হচ্ছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট ও লাইটের ব্যবস্থা করতে পারলে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলেও তিনি জানান। আরটিভি/এফআই
বোমাসদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে প্রাণনাশের হুমকি
মেহেরপুরে হলুদের মধ্যে মিলল চক পাউডার 
গাংনীতে ৭ দিনে ২৮ ডেঙ্গু রোগী শনাক্ত 
বোমাসদৃশ বস্তু ও কাফনের কাপড় রেখে প্রাণনাশের হুমকি
সাপের কামড়ে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু 
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর গ্রামে সাপের কামড়ে কিরণ হোসেন (১১) নামের এক শিশু মৃত্যুবরণ করে। নিহত কিরণ কাজিপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।  বুধবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। কিরণ হোসেন কাজিপুর গ্রামের বর্ডার পাড়ার কৃষক রহিদুল ইসলামের ছেলে।  নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় কিরণের পায়ে সাপ কামড় দিলে তার ঘুম ভেঙে যায়। বিষয়টি তার বাবা-মাকে জানালেও তারা সাপ দেখতে না পারায় বিষয়টি এড়িয়ে যায়। কোনো সমস্যা হবে না এমন আশা দিয়ে কিরণকে ঘুমিয়ে পড়তে বলেন তারা। ‌তবে রাত সাড়ে ১১টার দিকে কিরণের শারীরিক অবস্থার অবনতি ঘটে। মারাত্মক অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার বাবা-মায়ের নজরে আসে। রাতেই তাকে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে হাসপাতালের চিকিৎসকরা কিরণের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে।  বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবদুল আল মারুফ। ‌
মেহেরপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের সংঘর্ষ, নিহত ১
মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে দু-পক্ষের সংঘর্ষে নাহারুল ইসলাম (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাহারুল ইসলাম ব‌াওট গ্রা‌মের গ্রামের কুরু বিশ্বাসের ছেলে।  স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী উপজেলার বাওট গ্রামের হামিদুল হক কালু এবং নাহারুল ইসলামের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। মঙ্গলবার সকালে গাংনীত্যে বিএনপির বিজয় মিছিলে বের করেন বাওট গ্রামের বিএনপি নেতা-কর্মীসহ সাধারণ জনতা। ওই মিছিলের ভেতরে উপস্থিত হন নাহারুল ইসলামের পরিবারের লোকজন। নাহারুল ইসলামের ভাই বাওট বাধাগ্রস্ত বিদ্যালয়ের পরিচালক ইনামুল হক। এনামুলকে দেখে উত্তেজিত হন বাওট গ্রামের বিএনপি কর্মী উজ্জ্বল হোসেন। গত ১০ বছর এনামুল হক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং গ্রামে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত। এই নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন রক্তাক্ত হয়। পরে স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাহারুলের মৃত্যু হয়। এদিকে মরদেহ নিয়ে এসে নাহারুলের বাড়িতে রাখা হয়েছে। ঘটনাস্থলে যায়নি পুলিশ। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের কর্মকর্তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।
মে‌হেরপু‌রে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুরের গাংনীর বাঁশবাড়িয়া গ্রামে পুকুরে ডুবে আসমাউল (১৫) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে।  মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে গোসল করতে নেমে  ঘটনা ঘটে।  আসমাউল শিশিরপাড়া গ্রামের আনারুল হকের ছেলে। স্থানীয়রা জানান, আসমাউল স্থানীয় একটি কাঠের দোকানে কাঠমিস্ত্রির কাজের প্রশিক্ষণ নিচ্ছিল। প্রতিদিনের ন্যায় সে কয়েকজন ছেলের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে ডাঙায় ওঠার সময় হঠাৎ পা পিছলে তলিয়ে যায়। তার সঙ্গের ছেলেরা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, মৃত্যুর ঘটনাটি সম্পর্কে আমি জেনেছি। ঘটনাস্থলে খোঁজখবর নেওয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে।
গাংনীতে গাঁজাগাছসহ আটক ১
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে বসতবাড়িতে লাগানো ৩৩টি গাঁজাগাছ জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে দেড়শ’ গ্রাম গাঁজাসহ নাঈম হোসেন (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে।  সোমবার (৮ জুলাই) বিকেলে গাংনীর হেমায়েতপুর পুলিশ ক্যাম্প পুলিশের একটি টিম এ অভিযান চালায়।  হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবদুল মুবিন বলেন, নাঈমের বাড়িতে গাঁজা গাছ চাষ করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় নাঈমের ঘর থেকে দেড়শ’ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির সরঞ্জামাদি পাওয়া গেলে তাকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে বাড়ির আঙিনা থেকে ৩৩টি গাঁজা গাছ জব্দ করা হয়। নিষিদ্ধ গাঁজা চাষ ও গাঁজা রাখার অপরাধে নাঈমের নামে মামলা করার প্রক্রিয়া চলছে।   
নতুন কাপড় নয়, স্বামীর মরদেহের প্রতীক্ষায় শর্মিলা
মাত্র কয়েক দিন কাজ করেই স্ত্রী, সন্তান ও পরিবারের কাছে ঈদের ছুটিতে বাড়ি ফেরার কথা ছিল মেহেরপুরের টাইলস মিস্ত্রি আলমগীর হোসেনের (৩৮)। কিন্তু তার আগেই ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের বহুতল ভবনের লিফটের নবম তলার সিলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিরতরে পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি।  মঙ্গলবার (১১ জুন) মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের মধ্যপাড়া এলাকার মাহাতাব উদ্দীনের ছেলে আলমগীর হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায় গোটা পরিবারজুড়ে চলছে শোকের মাতম। ঈদের নতুন জামাকাপড়ের জন্য আর অপেক্ষায় নেই শিশু আরাফাত আলী ও সাব্বির হোসেন। স্ত্রী শর্মিলা খাতুন এখন আর নতুন কাপড়ের আশায় নয়, প্রতীক্ষা করছেন স্বামীর মরদেহের। শর্মিলা খাতুন বলেন, ‘মারা যাওয়ার কিছুক্ষণ আগে তার সঙ্গে আমার মোবাইল ফোনে কথা হয়। আমাকে বলেছিল একবারে ঈদের ছুটি নিয়ে কয়েক দিনের মধ্যেই বাড়ি ফিরব। তোমার জন্য শাড়ি ও ছেলে-মেয়েদের জন্য ঈদের সব পোশাক কিনে আনব। আমি এখন আর শাড়ি চাই না।’ বড় ছেলে আরাফাত হোসেন বলে, ‘আগের দিন আব্বুর সঙ্গে কথা হয়েছে। আমার কী কী লাগবে জানতে চেয়েছিল। আমার কিছু জামাকাপড় আনার কথা বলেছিলাম আব্বুকে।’ আলমগীরের চাচা রবিউল ইসলাম রবি বলেন, করিম গ্রুপের কাছ থেকে কাজটি সাব কন্ট্রাক্ট নেন আমার বড় ভাই শফিকুল ইসলাম। আমার আরেক ভাই মাহাতব উদ্দীনের ছেলে আলমগীর হোসেনসহ বেশ কয়েকজন সোমবার বিকেলে ওই ভবনের টাইলসের কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় আলমগীর। স্থানীয় থানায় ইউডি মামলা হয়েছে। এ ছাড়া তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ বিকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। তিনি আরও বলেন, আলমগীর হোসেনের মরদেহ পরিবারের কাছে পৌঁছালে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হবে।
প্রশিক্ষণ কক্ষেই মারা গেলেন শিক্ষিকা
মেহেরপুরের গাংনীতে প্রশিক্ষণ কক্ষেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মুর্শিদা খাতুন মৌসুমী (৪২) নামের এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।  শনিবার (১ জুন) বিকালে গাংনী উপজেলা রিসোর্স সেন্টারে (ইউআরসি) এ ঘটনা ঘটে। মুর্শিদা খাতুন মৌসুমী (৪২) উপজেলার মহম্মদপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও মহাম্মদপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য রাসেল আহমেদ মামুনের স্ত্রী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া মোহম্মদ আহসান মাসুম বলেন, ‘শিক্ষাক্রম বিস্তরণ-২০২৪ এর আওতায় তিন দিনব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ চলছে। শনিবার ছিল প্রশিক্ষণের দ্বিতীয় দিন। ঘটনার সময় শিক্ষিকা মৌসুমীর পাঠ প্রদর্শন চলছিল। পাঠ প্রদর্শন চলা অবস্থায় অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ তিনি আরও বলেন, ‘গাংনী সরকারি প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার (এটিও) আরিফুল ইসলাম ও মেহেরপুর পিটিআইর প্রশিক্ষক আনিছুর রহমান প্রশিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন।’ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সীমা বিশ্বাস জানান, ‘ওই শিক্ষিকা হাসপাতালের আসার আগেই মারা গেছেন। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে তার মৃত্যু হয়েছে।’