ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

২১ মণ কালামানিকের দাম ২৫ লাখ টাকা

আরটিভি নিউজ

শুক্রবার, ১৬ মে ২০২৫ , ০৯:২৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আসছে কোরবানির ঈদকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে বিশাল আকৃতির একটি গরু পালন করেছেন শাহারুল ইসলাম নামে এক ব্যক্তি। নজরকাড়া ফ্রিজিয়ান জাতের এ গরুটির ওজন ২১ মণ বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ মে) গণমাধ্যমের কাছে এ কথা জানান তিনি। 

স্থানীয়রা জানান, গাংনী উপজেলার মোহাম্মদপুর পূর্বপাড়ার শাহারুল ইসলাম দুই বছর ধরে গরুটিকে নিজের সন্তানের মতো লালন-পালন করেছেন। দেখতে কুচকুচে কালো হওয়ায় গরুটির নাম রেখেছেন ‘কালামানিক’। দিন-রাত ২৪ ঘণ্টা কালামানিকের ঘরে ফ্যান চলতে দেখা যায়। গোসল করানো হয় দিনে ২ থেকে ৩ বার। শাহারুল ইসলাম গরুটির দাম হাঁকছেন ২৫ লাখ টাকা।

বিজ্ঞাপন

এ বিষয়ে শাহারুল ইসলাম বলেন, জেলার মধ্যে বড় গরু কালামানিক। দুই বছর ধরে গরুটিকে পালন করছি। কেমিক্যাল জাতীয় খাবার না খাইয়ে আমি ভুসি, গমের ছাল, কাঁচা ঘাস, বিচালি খাওয়াই। খাবারের দাম অনেক বেশি। তাই কোরবানির ঈদ উপলক্ষ্যে গরুটি বিক্রি করে একটু লাভের আশা করছি। গরুটি বিক্রি করার জন্য ২৫ লাখ টাকা দাম প্রত্যাশি করি। এতো বড় গরু একা পালন করা সম্ভব হয় না। তাই স্ত্রী ও ছেলে সব সময় আমাকে সহযোগিতা করে। প্রাণিসম্পদ অফিসও আমাকে সহায়তা ও বিভিন্ন পরামর্শ দেয়। 

নিজের সন্তানের মতো যত্নে বড় করা কালামানিককে আসন্ন কোরবানিতে ২৫ লাখ টাকায় বিক্রি করতে চান শাহারুলের স্ত্রী বিলকিস খাতুন। 

তিনি বলেন, স্বামী বাইরে কাজে গেলে আমি কালামানিককে দেখাশোনা করি।

বিজ্ঞাপন

মেহেরপুর প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ডা. সুব্রত কুমার ব্যানার্জী বলেন, কোরবানির ঈদ উপলক্ষে শাহারুল যে গরুটি লালন-পালন করেছেন তা জেলার মধ্যে অন্যতম একটি বড় গরু। বাণিজ্যিক ও প্রান্তিক খামারিদের সার্বিক পরামর্শ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |