• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

ভেঙে দেওয়া হলো এক্সিম ব্যাংকের পর্ষদ

আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২৪, ১৯:১৭
ভেঙে দেওয়া হলো এক্সিম ব্যাংকের পর্ষদ
ফাইল ছবি।

বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এই পর্ষদ বাতিল করা হয়। পাশাপাশি নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।

নতুন পর্ষদে পরিচালক হয়েছেন ব্যাংকটির শেয়ারহোল্ডার মো. নজরুল ইসলাম স্বপন, মো. নুরুল আমিন ও অঞ্জন কুমার সাহা।

এ ছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খন্দকার মামুন। নতুন পর্ষদে জায়গা পাওয়া তিনজন শেয়ারহোল্ডার আগেও ব্যাংকটির পরিচালনা পর্ষদে ছিলেন।

এর আগে, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউসিবি, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। পরে নতুন করে এসব ব্যাংকের প‌রিচালনা পর্ষদ গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক্সিম ব্যাংকের নতুন চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন
এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব জব্দ
মেট্রোরেল–২ প্রকল্প নির্মাণে সহায়তা দেবে চীন
এক্সিম ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন পদ্মার আমানতকারীরা