• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বড় সাফল্য দিয়ে যুক্তরাষ্ট্রে বছর শেষ করল ডিবিএল ফার্মা ইনক.

বিজ্ঞপ্তি

  ২৬ মার্চ ২০২০, ১৭:৪০
ডিবিএল ফার্মা
ডিবিএল ফার্মার লোগো।

মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ ডিবিএল এর নতুন উদ্যোগ ডিবিএল ফার্মা ইনক. উল্লেখযোগ্য সাফল্যের মধ্য দিয়ে তাদের প্রথম বছর অতিক্রম করেছে।

সম্প্রতি প্রকাশিত আইকিউভিএ (যা আগে আইএমএস নামে পরিচিত ছিল) জরিপ অনুযায়ী ২০১৯ এর শেষ প্রান্তিকে যুক্তরাষ্ট্রের মেথোকার্বামল জেনেরিক ট্যাবলেটের বাজারে ১৪ দশমিক ২০ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ডিবিএল ফার্মা। আর প্রথম অবস্থানে আছে ভারতীয় গ্রানিউলস্ ফার্মার মার্কিন সহযোগী প্রতিষ্ঠান।

মেথোকার্বামল মাংসপেশির ব্যথায় যুক্তরাষ্ট্রে বহুল ব্যবহৃত একটি ওষুধ। প্রথম বাজারজাতকারীর প্যাটেন্ট সত্ত্ব মেয়াদোত্তীর্ণ হওয়ার পর থেকে মূলত: ভারতীয় জেনেরিক ওষুধ কোম্পানিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে এর বাজার দখলে নেয়। ২০১৮ সালের শেষ দিকে ডিবিএল এর পাশাপাশি বাংলাদেশের বেক্সিমকো ফার্মাও ওষুধটি যুক্তরাষ্ট্রে বাজারজাত করতে জন্য ইউএস এফডিএ’র অনুমোদন পায়।

ডিবিএল গ্রুপ তাদের রপ্তানীমুখী পোশাক শিল্প এবং সিরামিক শিল্পে সাফল্যের হাত ধরে ওষুধ শিল্পে বিনিয়োগ করছে। প্রায় ৭০০ কোটি টাকার বিনিয়োগে গাজীপুরের কাশিমপুরে সম্পূর্ণ ইউএস এফডিএ স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্মাণাধীন ডিবিএল ফার্মার কারখানাটি এ বছরের শেষ নাগাদ বাংলাদেশের বাজারের জন্য ওষুধ উৎপাদন শুরু করবে। প্রায় ১০ একর জমির ওপর এ প্রকল্পটিতে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, ইনজেকশন, ইনহেলারসহ প্রায় সবধরনের ওষুধ উৎপাদনের লক্ষে অত্যাধুনিক ইউরোপীয় সরঞ্জাম স্থাপনের কাজ চলছে। এছাড়াও সম্প্রতি বন্ধ ঘোষিত গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেড এর চট্টগ্রামের ওষুধ কারখানায় ব্যবহৃত ক্রিম ও অয়েন্টমেন্ট জাতীয় ওষুধের উৎপাদন ও মান নিয়ন্ত্রণের প্রযুক্তি সরঞ্জাম কিনে নিয়েছে প্রতিষ্ঠানটি।

ফলে বেটনোভেট, ব্যাকট্রোব্যান জাতীয় জনপ্রিয় ওষুধগুলোর বিকল্প হুবহু একই প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন ও মাননিয়ন্ত্রণের মাধ্যমে রোগীদের মাঝে পৌঁছে দিবে ডিবিএল ফার্মা।

এর আগে ডিবিএল ফার্মা ইনক. ইউএসএফডিএ অনুমোদিত মেথোকারবামল গ্রুপের ২টি জেনেরিক ওষুধের সত্ত্ব কিনে নিয়ে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে ২০১৯ সালের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রে বাজারজাত শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রে ওষুধ বাজারজাতকারীদের মধ্যে ৩য় বাংলাদেশী উদ্যোগ হিসেবে শুরুতেই চমক দেখিয়েছে ডিবিএল ফার্মা।

কাশিমপুরের উৎপাদন কারখানাটি সক্রিয় হলে বাংলাদেশে উৎপাদন করে সরাসরি যুক্তরাষ্ট্রসহ উন্নত বিশ্বের দেশগুলোতে ওষুধ রপ্তানি করার বিষয়ে ডিবিএল ফার্মা আশাবাদী।

বিজ্ঞপ্তি।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • করপোরেট কর্নার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাকেরের সাফল্য নিয়ে যা বললেন কোচ সালাউদ্দিন
মিশরে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নারী হাফেজের সাফল্য
ড. ইউনূসের নেতৃত্বেই বাংলাদেশের সাফল্য দেখছেন ভারতীয় ব্যবসায়ী
বারকোড গ্রুপের চেয়ারম্যান মনজুরুল হকের সাফল্য