স্নাতক পরীক্ষা শেষ করে দুধ দিয়ে গোসল করে আলোচনায় এসেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
ওই শিক্ষার্থীর নাম মো. আসাদ রেজা অনিক। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।
স্নাতক ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হওয়ার পর দুধ দিয়ে গোসলের একটি ভিডিও আজ ৬ এপ্রিল সন্ধ্যায় তার ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ,হাজার শুকরিয়া!পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা শেষে দুধ দিয়ে গোসলের মাধ্যমে অনার্স শেষ করলাম, স্মৃতি হয়ে থাকবে মুক্তমঞ্চ, বরিশাল বিশ্ববিদ্যালয়৷
তবে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বিরূপ প্রতিক্রিয়া। কেউ কেউ খাবার অপচয় বলে সমালোচনাও করেছেন। রাকিবুল ইসলাম নামে এক শিক্ষার্থী মন্তব্য করেন, "খাবারের অপচয় একদমই পছন্দ হয় না, মানুষকে মজা দিতে গিয়ে যে পরিমাণ খাবার নষ্ট করলেন তা দিয়ে যদি একজন মানুষের পেট ভরার ব্যবস্থা করতেন রমজান মাসে ওটা বেশি ভাল হতো।''
আবার অনেকে আনন্দ পেয়ে প্রশংসাও করেছেন। তবে এ বিষয়ে তার কাছে জানতে চাইলে বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।