ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

স্ত্রীকে তালাকের পর যুবকের দুধ দিয়ে গোসল

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ০৭:০৩ পিএম


loading/img
ছবি: আরটিভি

বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন রেজাউল ইসলাম (৩১) নামে এক যুবক। তার গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার রাত ১০টায় উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রেজাউল ইসলাম ওই এলাকার কাঞ্চন হাওলাদারের ছেলে।

বিজ্ঞাপন

সোমবার (২১ এপ্রিল) গণমাধ্যমের কাছে দুধ দিয়ে গোসল করার কারণ জানান রেজাউল ইসলাম।

তিনি বলেন, ২০১৯ সালে শারিকখালী ইউনিয়নে আঙ্গারপাড়া এলাকার সিদ্দিক শিকদারের মেয়ে সাথী আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। এর মধ্যে আমাদের এক ছেলের জন্ম হয়। তার বয়স এখন চার বছর। আমার স্ত্রী তার মায়ের কুবুদ্ধিতে বিভিন্ন অজুহাতে পরিবারে অশান্তি সৃষ্টি করেন। আমি বারবার তাকে সতর্ক করার পরও ছেলের মুখের দিকে তাকিয়ে আবার সংসার করতে বাধ্য হই। এ ঘটনা নিয়ে পারিবারিকভাবে কয়েকবার সালিশ-বৈঠকেও বসা হয়। বসার পরেও কোনো মীমাংসা হয়নি। রোববার বিকেলে দুপক্ষের গণ্যমান্য ব্যক্তি ছাড়াও করইবাড়িয়া ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যানসহ উভয়পক্ষের সবার উপস্থিতিতে স্ত্রীকে তালাক দিই। তারপর আমি ২০ লিটার দুধ দিয়ে গোসল করি। এর মাধ্যমে আমি পাপমুক্ত হতে চাই। আমি নতুন করে আবার জীবন গড়তে চাই।

বিজ্ঞাপন

এ ব্যাপারে সাথী আক্তার কোনো বক্তব্য করতে রাজি হননি।

রেজাউলের চাচতো ভাই সোহাগ হাওলাদার বলেন, বিকেলে করইবাড়িয়া ইউনিয়ন পরিষদে বসে তালাক হয়। বাড়িতে এসে রাত ৯টার দিকে আমার চাচাতো ভাইকে ২০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে পাপমুক্ত করে ঘরে তুলেছি।

রেজাউলের বাবা কাঞ্চন বলেন, তাদের চার বছরের একটি সন্তান আছে। এই সন্তানের এখন কী হবে। সন্তানের কথা চিন্তা করে আমার ছেলের বউয়ের সংসার করা উচিত ছিল।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |