ঢাকারোববার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি ২৩ ও ২৪ অক্টোবর

শাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ , ১১:০১ পিএম


loading/img
ফাইল ছবি।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী ২৩ ও ২৪ অক্টোবর ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) শাবিপ্রবি ভর্তি কমিটির প্রধান অধ্যাপক ড. রেজা সেলিম এ তথ্য জানিয়েছেন।

রেজা সেলিম বলেন, যেসব শিক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে শাবিপ্রবিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর মাইগ্রেশনের মাধ্যমে শাবিপ্রবিতে মনোনীত হয়েছেন, আগামী ২৩ অক্টোবর (‘এ’ ইউনিট) এবং ২৪ অক্টোবর (‘বি’ ও ‘সি’ ইউনিট) সশরীরে উপস্থিত হয়ে তাঁদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন

ড. রেজা আরও বলেন, কোনো শিক্ষার্থী উল্লেখিত সময়ে উপস্থিত হতে না পারলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। এ সময় শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তির কনফারমেশন স্লিপ, অথবা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের এর মূল নম্বরপত্র নিয়ে আসতে হবে। ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার টাকা।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |