ঢাকাThursday, 29 May 2025, 15 Jyoishţho 1432

শাবিপ্রবিতে হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪’ করলেন শিক্ষার্থীরা

শাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ , ০৩:৩২ পিএম


loading/img
ছবি : আরটিভি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রহল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের’ নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪ হল’ ঘোষণা দিলেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় শাহপরাণ হল থেকে মিছিল নিয়ে দ্বিতীয় ছাত্রহলের সামনে জড়ো হোন তারা। এ সময় শিক্ষার্থীদের ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে শিক্ষার্থীরা হলের সম্মুখভাগে ‘বিজয় ২৪ হল’ সম্বলিত ব্যানার ঝুলিয়ে দেন এবং নতুন নামকরণ নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, আমরা জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে হলের গ্রুপে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ করার প্রস্তাব করি। অধিকাংশের মতামতের ভিত্তিতে আজ এই হলকে ‘বিজয় ২৪ হল’ ঘোষণা করছি। শেখ মুজিবুর রহমানের নাম পরিবর্তন করে এই হলের নাম এখন থেকে ‘বিজয় ২৪ হল’।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, শাবিপ্রবিতে জুলাই বিপ্লবের পরে মুজিবের নামে যেই হল ছিল সেটা মুছে বিজয় ২৪ হল দেওয়া হয়। সাধারণ শিক্ষার্থীরা মনে করে স্বৈরাচারের নামে হলের নামকরণ থাকতে পারে না। খুনি হাসিনা দেশের সব প্রতিষ্ঠানগুলো নিজের পারিবারিক প্রতিষ্ঠানে রুপ দিয়েছিল। নিজেদের অপকর্মগুলো ঢাকার জন্য দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের পরিবারের সদস্যদের নামে নামকরণ করা হয়। যাদের হাতে হাজারো ছাত্র-জনতার রক্ত লেগে আছে তাদের পরিবারের কোনো সদস্যদের নামে প্রতিষ্ঠানের নাম থাকতে পারে না।

এ বিষয়ে হলের প্রভোস্ট ড. মো. জামাল উদ্দিন বলেন, আমি সন্ধ্যায় হল থেকে চলে আসছি। এ বিষয়ে অবগত নই। আমি অফিসিয়াল সিদ্ধান্তের বাইর যেতে পারি না, হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় থেকে আসতে পারে। শিক্ষার্থীদের যদি নাম পরিবর্তন নিয়ে অভিমত থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবে।
 

বিজ্ঞাপন
Advertisement

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |