জনপ্রিয় সঙ্গীতশিল্পী হৃদয় খানের জন্মদিন আজ (৩ জানুয়ারি)। জীবন থেকে ত্রিশ বছর পার করে ৩১ এ পা দিলেন তিনি। শনিবার (২ জানুয়ারি) দিবাগত রাতে জন্মদিন উপলক্ষে ঘরোয়া আয়োজনে কেক কাটেন গায়ক। এসময় জন্মদিনের শুভেচ্ছা জানাতে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
নন্দিত এ গায়কের জন্মদিনে ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।
১৯৯১ সালের ৩ জানুয়ারি রাজধানী ঢাকায় জন্ম হৃদয় খানের। দাদা মইনুল ইসলাম খান ছিলেন একজন সঙ্গীতশিল্পী ও সঙ্গীত প্রশিক্ষক। মা শেফালী খান ও বাবা রিপন খান। ছোট ভাই প্রত্যয় খানও সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক। পুরো পরিবারই সঙ্গীতের সঙ্গে জড়িত।
২০০৮ সালে হৃদয় খানের ‘হৃদয় মিক্স’ অ্যালবামটি প্রকাশ পেলে কয়েকটি গান রাতারাতি জনপ্রিয়তা লাভ করে। এরপর ২০০৯ সালে ‘বল না’ প্রকাশ পায়। বছর দুই বিরতি নিয়ে ২০১১ সালে প্রকাশ পায় ‘ছোঁয়া’ অ্যালবাম। এসব অ্যালবামের গানগুলো সে সময় তরুণ প্রজন্মের মুখে মুখে ছিল। অ্যালবামের বাইরে প্লেব্যাকেও কণ্ঠ দিয়েছেন এ শিল্পী।
এসআর/এম