ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক ব্রাত্য বসুর নতুন ছবি ‘ডিকশনারি’র হাত ধরে এবার একসঙ্গে ফের স্ক্রিন শেয়ার করেছেন নুসরাত জাহান ও আবীর চট্টোপাধ্যায়। এই ছবিতে নুসরাত ও আবীরের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কলকাতা থেকে যিনি ছেলেকে পুরুলিয়ায় পাঠান পড়াশোনার জন্য। কলকাতা থেকে পুরুলিয়া গিয়েই অশোক ও স্মিতার সংসারে ঢুকে পড়েন সুমন। এরপর থেকেই বৌদি স্মিতার সঙ্গে সুমনের সম্পর্কের সূত্রপাত হয়। একের পর এক ডিকশনারির ট্রেলারে বিভিন্ন ছবি উঠে আসে।
এখানেই দেখা যায়, ‘আমি বয়সে বড় হওয়ায় কোনওদিন সুখী হতে পারনি স্মিতা?’ অশোক সান্যাল যখন স্মিতাকে এই প্রশ্ন করেন, তখন স্বামীকে উত্তর না দিয়ে পাস ফিরে শুয়ে পড়েন স্ত্রী। ছোট্ট কিন্তু মন কেমন করা এই কথপোকথনে যাদের মুখ প্রকাশ্যে উঠে আসে, তারা হলেন নুসরাত জাহান ও আবীর চট্টোপাধ্যায়। ‘ডিকশনারির’ ট্রেলারে আবীর-নুসরাতের এই দৃশ্য প্রকাশ্যে আসার পরই তা মন কেড়ে নেয় দর্শকদের।
অশোক সান্যাল ও স্মিতার সংসারে সুমনের প্রবেশ এবং তার সঙ্গে বৌদির পরকীয়া সম্পর্কের বিভিন্ন টানাপোড়েন এবং জটিলতাকে তুলে ধরা হয়েছে এই ছবির ট্রেলারে। বুদ্ধদেব গুহর ছোটগল্প অবলম্বনে নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুর এই ছবির ট্রেলার যে টানটান উত্তেজনার আবহ তৈরি করেছে, তা বেশ স্পষ্ট।
পি