উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ্যে আনার দাবি গণ অধিকারের
দুর্নীতি রোধে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ্যে আনার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ।
রোববার (১ ডিসেম্বর) সকালে দুদক সংস্কার কমিশনের কাছে ১০ দফা সংস্কার প্রস্তাবনা প্রদান শেষে এ দাবি জানায় ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ।
প্রস্তাবনায় বলা হয়, সবার আগে নিজ কমিশনেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের খুঁজে বের করতে হবে দুদককে, সরকারি কর্মকর্তাদের প্রতিবছর তাদের এবং পরিবারের সম্পদের হিসাব প্রকাশ করতে হবে, প্রতিটি থানায় থানায় দুদক অফিস গঠন করতে হবে, জাতীয় দুর্নীতি বিষয়ক হেল্পলাইন গঠন করতে হবে।
স্থানীয় পর্যায়ে দুর্নীতি রোধে প্রস্তাবনায় বলা হয়, এক তৃতীয়াংশ নাগরিক প্রতিনিধি রাখতে হবে এবং প্রতিটি ইউনিয়নে ১৫ সদস্যের দুর্নীতিবিরোধী কমিশন গঠন করতে হবে।
সেইসঙ্গে দুর্নীতিবিরোধী আইন যথেষ্ট শক্তিশালী উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনে যোগ্য ব্যক্তি নিয়োগ দেয়ার দাবিও জানায় দলটি।
আরটিভি/এসএইচএম/এআর
মন্তব্য করুন