ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘স্ফুলিঙ্গ’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৫ মার্চ ২০২১ , ১০:৫৩ পিএম


loading/img
ফাইল ছবি

গুণী নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’ আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। গতকাল (১৪ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটি মুক্তির এই দিয়েছে। সেন্সর বোর্ডের সদস্যরা তৌকীর আহমেদের এই সিনেমার বেশ প্রশংসাও করেছেন।

বিজ্ঞাপন

বিনোদনের মোড়কে সিনেমার খাতায় নানা রকম সামাজিক বার্তার কবিতা লেখেন তৌকীর আহমেদ। তার নির্মিত সিনেমাগুলো দেখলেই সেটি অনুধাবণ করা যায়। ইতিমধ্যে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার পোস্টার ও ট্রেইলার প্রকাশিত হওয়ার পর সিনেভক্তদের মাঝে অন্যরকম একটা উন্মাদনাও তৈরি হয়েছে। আগামী ১৯ মার্চ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে তৌকীরের সপ্তম সিনেমা ‘স্ফুলিঙ্গ’।

তৌকির আহমেদ জানিয়েছেন, ‘স্ফুলিঙ্গ’ সিনেমায় দুই প্রজন্মের গল্প তুলে ধরা হবে। একটি ব্যান্ডের কাহিনিও থাকবে। সিনেমাটিতে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে।

বিজ্ঞাপন

‘স্ফুলিঙ্গ’ সিনেমার চারটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার মিষ্টি মুখ পরীমনি, ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা, জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম ও দর্শকপ্রিয় অভিনেতা রওনক হাসান। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা। স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় সিনেমাটির সংগীত পরিচালনার করছেন পিন্টু ঘোষ। সিনেমাটির পরিবেশনার দায়িত্বে রয়েছে ‘দ্য অভি কথাচিত্র’।

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |