ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বিপাশার নয়নে কারে লাগে ভালো?

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ , ০১:৩৪ পিএম


loading/img
বিপাশা কবির।

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ বিপাশা কবির। অসংখ্য আইটেম গানে পারফর্ম করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বর্তমানে নায়িকা হিসেবেই নিয়মিত কাজ করছেন বিপাশা।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন তিনি।  এ প্রতিষ্ঠানের নতুন ছবি 'যার নয়নে যারে লাগে ভালো'তে দেখা যাবে সেনসেশনাল নায়িকা বিপাশাকে। এটি পরিচালনা করছেন  কালাম কায়সার। এতে বিপাশার বিপরীতে রয়েছেন সাঞ্জু জন।

বিজ্ঞাপন

নতুন ছবির ব্যাপারে বিপাশা বলেন, নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ এমন একটি চরিত্রে আমাকে ভাবার জন্য। সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দিয়ে কাজ করার। এখানেও তার ব্যতিক্রম ঘটছে না। শুটিং শুরু করেছি। ভালো একটি চলচ্চিত্র উপহার দিতে পারবো বলে আশা রাখছি।

সম্প্রতি একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে বিপাশা  ‘পরাণে পরাণ বান্ধিয়া’ ও  ‘জেদী মেয়ে’নামে দুটি ছবির শুটিং শেষ করেছেন।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |