জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ কারা পাচ্ছেন, এ বিষয়ে বিস্তারিত প্রকাশ হয়েছে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে। এ বিষয়ে সবাই অবগত কিন্তু নতুন খবর হলো এ সংক্রান্ত বিষয়ে বেজায় চটেছেন চিত্রনায়িকা বিপাশা কবির। তার মতে, জাতীয় পুরস্কার এর সঙ্গে সংশ্লিষ্টদের না দিয়ে নাটকের শিল্পীদের দেওয়া হচ্ছে। আর তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনলবর্ষী পোস্ট দিয়েছে তিনি।
শনিবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে বিপাশা কবির লিখেছেন, আমি অযোগ্য, আমি এমন কোনো কাজ করিনি যে আমি পুরস্কার পাবো কিন্তু আপনারা তো যোগ্য আপনারা কেন চুপ থাকেন? দিন দিন ফিল্ম ইন্ডাষ্ট্রিকে আপনারা কোথায় নিচ্ছেন?
পোস্টে তিনি লিখেন, জাতীয় চলচ্চিত্র পুরষ্কার আপনারা কই। কেন নাটকের মানুষরা স্ট্যাটাস দেয়, ‘এই বারও নাটকের মানুষের জয়জয়কার’। কেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে আপনারা জাতীয় নাটক পুরস্কার বানাচ্ছেন।
পোস্টে তিনি আরও লিখেছেন, শুধু দিন শেষে শিল্পী সমিতি, পরিচালক সমিতির ইলেকশন করলে হবে? নাকি ফিল্ম এর দিকেও তাকাবেন। এই অবস্থা চলতে থাকলে ফিল্ম আর ফিল্ম থাকবে না।