ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ফিল্ডিংয়ে বাংলাদেশ, সানজামুলের অভিষেক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ১৯ মে ২০১৭ , ০৩:৩৫ পিএম


loading/img

ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ডাবলিনের মালাহাইডে বাংলাদেশ সময় পৌনে ৪টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা ও বিটিভি।

বিজ্ঞাপন

এ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন।  মেহেদী হাসান মিরাজের জায়গায় একাদশে ঢুকেছেন স্পিনার সানজামুল ইসলাম। 

বাংলাদেশ, আয়ারল্যান্ড দু’দলই দু’টি করে ম্যাচ খেলেছে। উভয় দল ১টি করে হেরেছে। এছাড়া মুখোমুখি লড়াইয়ে দু’দলের প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়।

বিজ্ঞাপন

এ ম্যাচে জয়ী দল টুর্নামেন্টে টিকে থাকবে। পরাজিত দল ছিটকে যাবে।

এখন পর্যন্ত ৮বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড। এর মধ্যে ৫টিতেই জিতেছে বাংলাদেশ। দু’টিতে জিতেছে আয়ারল্যান্ড। একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সানজামুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

আয়ারল্যান্ডের একাদশ: পল স্টার্লিং, এড জয়েস, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), নেইল ও’ব্রায়েন (উইকেটরক্ষক), অ্যান্ড্রু বলবিরনি, গ্যারি উইলসন, কেভিন ও’ব্রায়েন, জর্জ ডকরেল, ব্যারি ম্যাককার্থি, টিম মুরতাগ ও পিটার চেজ। 

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |