ঢাকাThursday, 24 April 2025, 11 Boishakh 1432

১৬ বছরের ছোট সাবাকে বিয়ে করবেন হৃত্বিক!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২ , ০৮:৫১ পিএম


loading/img

সাবেক স্ত্রী সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পরও বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রেখেছেন বলিউডের তারকা অভিনেতা হৃত্বিক রোশন। দুই ছেলের দেখাশোনা এবং বিশেষ দিনগুলোতে তাদের সঙ্গ দিতে একত্রে মিলিত হন তারা।

বিজ্ঞাপন

সুজানের সঙ্গে বিচ্ছেদের পর অন্য কোনো নারীর সঙ্গে হৃত্বিকের সম্পর্কে জড়ানোর খবর শোনা যায়নি। তবে এবার এক তরুণীর সঙ্গে এই অভিনেতার প্রেম নিয়ে চর্চা শুরু হয়েছে। সেই তরুণীর নাম সাবা আজাদ। হৃতিকের চেয়ে বয়সে ১৬ বছরের ছোট সাবা।

কিছুদিন আগেই সাবা আজাদের সঙ্গে রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়েছিলেন হৃত্বিক। সেখান থেকে হাত ধরে বের হওয়ার সময়ই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। মুহূর্তেই ছড়িয়ে যায় ছবিগুলো। মুখে মাস্ক পরে থাকায় প্রথমে তরুণীকে কেউ চিনতে পারেনি। তবে সেই তরুণীর আসল পরিচয় খুঁজে পেতে বেশি বেগ পেতে হয়নি। কারণ, বলিউডের তরুণ অভিনেত্রী সাবা আজাদ। ইতোমধ্যে কয়েকটি ওয়েব সিরিজে কাজ করেছেন।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বন্ধু ফারহান আখতারের বিয়েতে উপস্থিত হওয়ার পর নিজের বিয়ের ইচ্ছা প্রকাশ করেছেন হৃত্বিক। সাবার সঙ্গে সম্পর্কে খুবই একনিষ্ঠ তিনি। আর তাই প্রেমের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান নায়ক।

শোনা যাচ্ছে, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে করবেন হৃত্বিক-সাবা। তবে কবে তারা বিয়ে করবেন, সে তথ্য এখনও স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০০০ সালের ২০ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন হৃত্বিক ও সুজান। ২০০৬ সালে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান হৃহান। ২০০৮ সালে জন্ম হয় দ্বিতীয় সন্তান হৃদানের। দীর্ঘ দাম্পত্যের পরও তাদের সম্পর্কে মনোমালিন্য বাসা বাঁধে। ২০১৩ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন এই দম্পতি। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের।

সূত্র: আনন্দবাজার

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |