ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আরআরআর : প্রশংসিত রাম চরণ, বিব্রত এনটিআর!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২ , ১২:৫০ পিএম


loading/img

আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা রাম চরণ ও জুনিয়র এনটিআরের বিগ বাজেটের সিনেমা ‘আরআরআর’। গত ২৫ মার্চ প্রায় ৮ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি ইতোমধ্যেই বক্স অফিসে ব্লকবাস্টার তকমা পেয়েছে। তবে এনটিআরের ভক্তদের মন খারাপ।

বিজ্ঞাপন

তাদের অভিযোগ- তুমুল সাড়া জাগানো এই সিনেমায় রামচরণের চেয়ে এনটিআরকে কম গুরুত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও এনটিআর-রামচরণ ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়েছেন।

তবে অভিযোগের রেশ শুধু সোশ্যাল মিডিয়াতে সীমাবদ্ধ নেই। মুম্বাইয়ের এক অনুষ্ঠানে সরাসরি রাম চরণ ও জুনিয়র এনটিআরকে প্রশ্ন করে বসেছেন এক ভক্ত। তিনি জানতে চান,‘আরআরআর’ সিনেমার জন্য রাম চরণই বেশি প্রশংসা কুড়িয়েছেন। এতে জুনিয়র এনটিআরের কেমন অনুভূতি হচ্ছে? তিনি কি বিব্রত?

বিজ্ঞাপন

জবাবে রাম চরণ বলেন, ‘আসলে এমন কোনো ব্যাপারই ঘটেনি। জুনিয়র এনটিআর বেশ কিছু দৃশ্যে আমাকে ছাপিয়ে গেছেন। স্ক্রিপ্ট অনুযায়ী আমরা দুজনই ভালোভাবে নিজ নিজ ভূমিকায় অভিনয় করেছি। এ জন্য মানুষ সিনেমাটি পছন্দ করছেন।’ পাশে বসে থাকা এনটিআরও সহ-অভিনেতার জবাবে সহমত জানান।

প্রসঙ্গত, কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়েই ‘আরআরআর’ সিনেমার গল্প। এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অজয় দেবগন। রাম চরণের প্রেমিকার ভূমিকায় আছেন বলিউড সেনসেশন আলিয়া ভাট। এ ছাড়া রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাদেরও দেখা গেছে।

বিজ্ঞাপন

সূত্র: আনন্দবাজার

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |