ঢাকাFriday, 04 April 2025, 21 Choitro 1431

সালমান ও তার বাবাকে খুনের হুমকি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৫ জুন ২০২২ , ১০:০০ পিএম


loading/img

বলিউড সুপারস্টার সালমান খান ও তার বাবা সেলিম খানকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এক চিঠিতে তাদের এমন বার্তা জানানো হয়। সেই প্রেক্ষিতে মুম্বাইয়ের বান্দ্রা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সম্প্রতি পাঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে তার গাড়িতেই গুলি করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় আছেন সালমান খান। আর তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে ভাইজানের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, 'সালমান খানের সার্বিক নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার অ্যাপার্টমেন্টের চারপাশে দিনরাত ২৪ ঘন্টা পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে, যাতে রাজস্থানের এই গ্যাং (বিষ্ণোইদের গ্যাং) সালমানের কিছু করতে না পারে।'

বিজ্ঞাপন

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |