ঢাকাSunday, 06 April 2025, 23 Choitro 1431

‘জংলি’ দেখে কাঁদছে দর্শক, সিয়াম-দীঘি-বুবলী বলছেন এটাই বড় প্রাপ্তি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ০১:৪৭ পিএম


loading/img
ছবি: কোলাজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে প্রতিবারই প্রেক্ষাগৃহে মুক্তি পায় নতুন নতুন চলচ্চিত্র। সেই ধারাবাহিকতায় এবার ঈদে মুক্তি পাচ্ছে ছয়টি চলচ্চিত্র। ছবিগুলো হলো—‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’ ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’। দেশের বিভিন্ন সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনগুলোতে বেশ দাপটের সঙ্গেই চলছে ঈদের সিনেমাগুলো।

বিজ্ঞাপন

ঈদের দিন থেকে শুরু করে ঈদের চতুর্থ দিন পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন সিনেপ্লেক্সে সরজমিনে ঘুরে দেখা গিয়েছে বিদেশি সিনেমার চেয়ে দর্শকদের আগ্রহ দেশি চলচ্চিত্রগুলো ঘিরে।

বুধবার (২ এপ্রিল) ব্লকবাস্টার সিনেমাসে ঘুরে দেখা গিয়েছে ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো দেখতে দর্শকদের দীর্ঘ লাইন। অনেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন শাকিব, নিশো, সিয়াম কিংবা মোশাররফ করিমের সিনেমা দেখতে। 

বিজ্ঞাপন

প্রথম দিন থেকে কেমন চলছে ঈদের ছবিগুলো জানতে চাইলে ব্লকবাস্টার সিনেমাস কর্তৃপক্ষ বলেন, ঈদের দিন থেকেই প্রতিটি সিনেমার বেশ সাড়া পাচ্ছি দর্শকদের কাছ থেকে। বিশেষ করে দর্শকের সবচেয়ে আগ্রহ বরবাদ,দাগি ও জংলি নিয়ে। বাকিগুলোও বেশ ভালোই চলছে। 

এদিকে মুক্তির একদিন পরই মাল্টিপ্লেক্সে শো বাড়লো এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমার। তথ্যটি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।

তিনি জানান, ঈদের সিনেমার সর্বাধিক ভাইব থাকলেও মুক্তির প্রথম মাল্টিপ্লেক্সে আমাদের শো কম দেওয়া হয়েছিল। জানিনা সেটা কি কারণে। এমনটি সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় বিশাল বড় বিলবোর্ড টাঙালেও সে শাখাতে কোনো শো রাখা হয়নি। কিন্তু মঙ্গলবার (১ এপ্রিল) সীমান্ত সম্ভারের শাখাতে সকাল ১১টা ও বিকেল ৪টায় দুটি শো দেওয়া হয়েছে। পাশাপাশি যমুনা ব্লকবাস্টারেও একটি শো বেড়েছে। মুক্তির একদিন পর জংলির শো এবং হল বাড়ার খবরটি জংলি টিমের জন্য আনন্দের।

বিজ্ঞাপন

সিয়াম_1_20250314_111315965_20250315_130417044 

অন্যদিকে ‘জংলি’ দেখে তুষ্ট ছবিটি দেখতে আসা দর্শকরা। এক নারী দর্শক চোখের পানি মুছতে মুছতে বলেন, বাংলা সিনেমা দেখে কাঁদতে কাঁদতে বের হচ্ছি। বাচ্চা থেকে শুরু করে সব বয়সি মানুষ সিনেমাটি দেখতে পারবেন।

আরেক দর্শক বলেন তিনি বলেন, সিয়ামের গেটাপের দিকে তাকালেই ‘জংলি’ সিনেমায় তার ডেডিকেশন লেভেল সহজেই ধারণা করা যায়। চরিত্রের শেড অনুযায়ী নিজেকে গড়েছেন। ‘জংলি’ সিনেমায় সিয়ামকে অ্যাকশন লুকে যে পরিবর্তন দেখা গেছে, এটি তার ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা। লুঙ্গি কাছা মেরে সাউথ ইন্ডিয়ান নায়কদের মতো সোয়াগ নিয়ে ফাইটিং করার বডি ল্যাংগুয়েজ ছিল দেখার মতো। চেষ্টায় কিনা হয়— এ কথার পারফেক্ট উদাহরণ সিয়ামের ‘জংলি’ চরিত্র।

দর্শকদের স্মন মন্তব্যের পর নায়ক সিয়াম বলেন, ‘জংলি’ দর্শক পছন্দ করছে এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমার এটি ভেবেই সিনেমাটি বানিয়েছিলাম। আমাদের জন্য এটাই বড় স্বস্তি যখন কোন একজন মা, খালা, কোন এক শিশু কেউ না কেউ এসে বলবে যে ছবির কোন একটা মোমেন্ট তাকে টাচ করেছে। 

JONGLI_TEASER_1741873658_20250315_130410259

তিনি আরও বলেন, মানুষের অর্থনৈতিক অবস্থা এখন তেমন ভালো না। সব কিছুর পরেও মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার নিয়ে আমাদের সিনেমা দেখতে আসছে এরচেয়ে ভালো লাগা আর কি হতে পারে। এজন্য দর্শকদের কাছে ‘জংলি’ টিম অনেক অনেক কৃতজ্ঞ। 

এম. রাহিম পরিচলালিত ‘জংলি’ সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন দুজন নায়িকা। তারা হলেন— শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। গানগুলোর কথা-সুর ও সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ।

আরটিভি/এএ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |