ফের বুলিংয়ের শিকার দীঘি!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ , ০৮:৪৭ পিএম


ফের বুলিংয়ের শিকার দীঘি!
প্রার্থনা ফারদিন দীঘি

শিশুশিল্পী হিসেবেই চলচ্চিত্রে অভিষেক ঘটে প্রার্থনা ফারদিন দীঘির। সেই ছোট্ট দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। ইতোমধ্যে বড় পর্দায় কাজও শুরু করেছেন এই অভিনেত্রী। তবে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নিজের ওজন নিয়ে ব্যাপক বুলিংয়ের শিকার হতে হয় দীঘিকে।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও সম্প্রতি মুখ খুলেছেন এই নায়িকা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে এই তারকা লেখেন, ‘আমার ওজন নিয়ে সবাই খুব চিন্তিত! আসলে তারা ভুলেই গেছেন আমি একজন অভিনয়শিল্পী, যার কাজ মূলত অভিনয় করা, জিম প্রশিক্ষক না।’

 তিনি আরও বলেন, ‘অনেক দিন ধরেই শুনছিলাম, আমি ফিটনেট সচেতন না। তবে আমি সেটা করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু তারপরও কিছু মানুষ আছে, যারা কানের সামনে এসে এগুলো বলে খুব পৈশাচিক আনন্দ পায়। এই যে কটূ কথাগুলো বলে একজনকে ছোট করাটা—এই জিনিসটা আমার একদমই পছন্দ না।’

বিজ্ঞাপন

একজন অভিনেত্রীকে সবার আগে তার কাজ দিয়ে মূল্যায়ন করা উচিত। যেহেতু আমি একজন অভিনেত্রী, তাই আমার প্রথম কাজটাই হচ্ছে অভিনয় করা। বাকি যা আছে আছে, সেটা পরে দেখবেন। যদি আমাকে আপনাদের যাচাই করতেই হয়, অভিনয় পারি কি না, সেটা দিয়ে করুন।

শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার পাওয়া এই তারকা অভিনেত্রী আরও বলেন, ‘অনেকটা সময় চুপ থেকে মনে হলো বিষয়টা সবাই সহজভাবে নিচ্ছে না। তাই ভাবলাম, স্ট্যাটাস দিয়ে দেখি কী হয়। কারণ, এই বিষয়টি সবারই বোঝা উচিত পৃথিবী এখন আগের থেকে অনেকটাই এগিয়ে গেছে। আমরা যদি এখনও আগের চিন্তা-ভাবনাতেই পরে থাকি যে, নায়িকা মানে স্লিম ফিগার, নায়িকা মানে জিরো ফিগার, তাছাড়া নায়িকা হবে না। এই জিনিসটা থেকে বের হওয়া উচিত।’ 

প্রসঙ্গত, গেল বছরই সিনেমায় নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন দীঘি। তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই।’ এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায় দেখা গেছে তাকে। এ ছাড়া কিছুদিন আগেই ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে তার অভিষেক ঘটেছে ওটিটি প্লাটফর্মে। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন নায়ক ইয়াশ রোহান। এতে দীঘির অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission