ঢাকে কাঠি পড়ে গেছে। চারদিকে দুর্গাপূজার গন্ধ ছুটেছে। ভারতে এই পূজার সময়টা থাকে সবচেয়ে বেশি জমজমাট। উৎসবের আমেজ পাওয়া যায় সবখানে। এই উপলক্ষে তারকামহলে মেলে কয়েক দিনের ফুরসত। কাজকে ছুটি দিয়ে তারকারাও মাতেন উৎসবের আনন্দে।
অষ্টমীর দিন বেশ খোশমেজাজে ছিলেন বাংলা সিনেমার চিরসবুজ তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মণ্ডপে গিয়ে ঢাক বাজান তিনি। তার সঙ্গে তাল মিলিয়ে অন্যান্য ঢাকিরাও ঢাকে কাঠি দেন। উৎসবমুখর পরিবেশে যুক্ত হয় বাড়তি মাত্রা।
সোশ্যাল মিডিয়ায় ঢাক বাজানোর মুহূর্তটি পোস্ট করে অনুরাগীদের দেখার সুযোগ করে দিয়েছেন প্রসেনজিৎ। ক্যাপশনে লিখেছেন, শুভ অষ্টমী। হ্যাশট্যাগে লিখেছেন, দুর্গাপুজো ২০২২।
প্রসেনজিতের সেই পোস্টটি ইতোমধ্যে নেটিজেনদের নজরে এসেছে। এখন পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ২ লাখ ১২ হাজারের বেশি। মন্তব্য জমা পড়েছে প্রায় হাজারখানেক। এ ছাড়াও ৩৩ হাজারের বেশি নেটিজেন প্রতিক্রিয়া জানিয়েছেন।
প্রসঙ্গত, তিন দশক ধরে টালিউডে সেরার আসন দখলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। ইন্ডাস্ট্রির কথা ভেবে বলিউডের সাজান, মেনি পেয়ার কিয়াসহ অসংখ্য সিনেমার অফার ফিরিয়ে দিয়েছিলেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।