ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রসেনজিৎ আমার প্রেমে পড়ল না, আক্ষেপ রচনার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২ , ০৩:০৩ পিএম


loading/img

টালিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা ব্যানার্জি। প্রায় ৪০টি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন, যার বেশির ভাগই সুপার হিট। তাদের জুটি যেমন হিট, তেমনি তাদের বন্ধুত্বের বন্ধনও বেশ শক্ত। তবে সুন্দরী এই নায়িকার প্রেমে পড়েননি বুম্বাদা। আর এটির রচনার আক্ষেপের কারণ।

বিজ্ঞাপন

আক্ষেপের সুরেই তিনি জানিয়েছেন, ‘বুম্বাদা আর আমি কম করে হলেও ৪০টি ছবি করেছি। তারপরেও ওর (প্রসেনজিৎ) একবারও মনে হলো না, রচনার সঙ্গে একটু প্রেম করি! আমিও তো সুন্দরী নায়িকা।'

বর্তমানে প্রসেনজিৎ চলচ্চিত্রে কাজ করলেও রচনা উপস্থাপনা নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। জি-বাংলার টেলিভিশন শো ‘দিদি নাম্বার ওয়ান’ সঞ্চালনা করে টিভি পর্দাও মাত করেছেন এই অভিনেত্রী। যে কারণে বড় পর্দায় প্রসেনজিৎ-রচনা জুটির দেখা মেলে না। তবে পুরোনো বন্ধুত্ব অটুট আছে এখনও।

বিজ্ঞাপন

সম্প্রতি শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় ‘অপুর সংসার শো’-তে আমন্ত্রিত ছিলেন রচনা। সেখানেই প্রসেনজিতের সঙ্গে তার প্রেম না হওয়ার দুঃখ প্রকাশ করেছেন।পাশাপাশি বাংলা ইন্ডাস্ট্রিকে শেয়াল পণ্ডিতের সঙ্গেও তুলনা করেছেন তিনি।

এ ছাড়াও সেই শোতে রচনাকে তিনটি প্রাণীর নাম বলে কোন কোন তারকার পাশে প্রাণীদের নাম বসাবেন জিজ্ঞেস করেছিলেন শাশ্বত। প্রাণীর তালিকায় ছিল- শেয়াল, গাধা, মুরগি। এক মুহূর্ত না ভেবে রচনা ‘গাধা’র তকমা দিয়েছেন যিশু সেনগুপ্তকে। নায়িকার ভাষ্য, ‘যিশু আজ যেটা করছে সেটা বহু বছর আগেই করতে পারত। সেই ক্ষমতা ওর ছিল। কিন্তু ওকে ব্যবহার করা হয়নি।' এরপর প্রশংসা করে শেয়ালের সঙ্গে তুলনা করেন প্রসেনজিৎকে। রচনা বলেন, ‘ওর মতো বুদ্ধিমান টালিউডে ক’জন আছেন? কোথায়, কীভাবে চলতে হয় খুব ভালো জানেন।’

সূত্র: আনন্দবাজার

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |