ঢাকাবৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

গভীর রাতে শাকিব খানের বাড়িতে হামলা!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ , ০৪:৪০ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ঢালিউডের সুপারস্টার শাকিব খানের পূবাইলের বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা করেছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ‘জান্নাত’ নামের ওই শুটিং বাড়িতে কয়েকজন দুর্বৃত্ত হামলা করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।  

বিজ্ঞাপন

এ ব্যাপারে পূবাইল থানার ওসি জাহিদুর রহমান বলেন, শাকিব খানের বাড়িতে হামলা হয়েছে- মোবাইলে স্থানীয়রা এমন খবর দিলে এ ব্যাপারে খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আমিও সেখানে পরিদর্শনে যাচ্ছি। বিস্তারিত জানার পর এ বিষয়ে বলতে পারব।

শাকিব খানের বিলাসবহুল শুটিং বাড়ি জান্নাত। গত কয়েকবছর ধরে গাজীপুরের পূবাইলের সেই বাড়িতে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিও শুটিং হচ্ছে। 

বিজ্ঞাপন

জানা যায়, ওই শুটিং বাড়িতে জেনারেটরসহ মূল্যবান আসবাবপত্র রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |