ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

নতুন রূপে নজর কাড়লেন তুষি  

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ , ০২:২১ পিএম


loading/img

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের নায়িকা নাজিফা তুষি। ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪’-এ প্রথম রানার-আপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন এই অভিনেত্রী। রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। 

বিজ্ঞাপন

গেল বছর মেজবাউল হক সুমন পরিচালিত ‘হাওয়া’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তুষি। শুধু দেশে নয়, দেশের বাইরেও ঝড় তুলেছে তার অভিনীত ছবি ‘হাওয়া’। এমনকি বাংলাদেশ থেকে অস্কারের জন্যও পাঠানো হয়েছিল ছবিটি।  

তবে অস্কারের জন্যও মনোনীত না হলেও ছবিতে গুলতির ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। ২০২২ সালের ২৯ জুলাই মুক্তি পাওয়া এই ছবিটি এখনও রয়েছে আলোচনার শীর্ষে। আর এদিকে সম্প্রতি নতুন রূপে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি। 

বিজ্ঞাপন

তুষি অভিনীত ‘হাওয়া’ নাম লেখা প্রিন্টের শাড়ি পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন লাস্যময়ী এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘জয়িতা’। ওই ছবিতে দেখা গেছে, জিন্সের প্যান্ট এর উপর শাড়ি পরেছেন তুষি। 

ছবিটি পোস্টের পর থেকেই আলোচনার ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্ট বক্সে। আর এই ছবির সফলতার পর থেকে অভিনেত্রীকে ‘হাওয়া’র নায়িকা হিসেবে সম্বোধন করছেন সবাই। 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |