ঢাকাThursday, 15 May 2025, 1 Jyoishţho 1432

বিশু শিকদারের দুই মেয়ের দায়িত্ব নিলেন জেমস্

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ , ০৬:৪৮ পিএম


loading/img

‘দুষ্টু ছেলের দল’ খ্যাত গীতিকার বিশু শিকদারের দুই কন্যাসন্তানের দায়িত্ব নিলেন নগরবাউল খ্যাত জনপ্রিয় ব্যান্ডতারকা জেমস্। 
সোমবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা থেকে সড়কপথে নড়াইলের লোহাগড়ার ধোপাদহ গ্রামে অকাল প্রয়াত গীতিকার বিশু শিকদারের বাড়িতে আসেন জেমস্। পরে তিনি বিশু শিকদারের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় জেমসের ম্যানেজার রবিন ঠাকুরসহ সহকর্মীরা উপস্থিত ছিলেন।
বিশু শিকদারের ছোট ভাই শাহ্ আলম শিকদার বলেন, ‘ব্যান্ডতারকা জেমস্ সদ্যপ্রয়াত আমার বড়ভাই বিশু শিকদারের দুই কন্যাসন্তান সঙ্গীতা ও সুকন্যার সার্বিক দায়িত্ব নিয়েছেন।
গত শনিবার (২১ জানুয়ারি) বিকেলে গীতিকার এস এম সেলিম শিকদার ওরফে বিশু শিকদার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজবাড়িতে মারা যান। রোববার সকাল ১০টায় ধোপাদহ ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, নগর বাউলের জন্য প্রায় অর্ধশতাধিক গান লিখেছেন বিশু শিকদার। মূলত জেমসের জন্যই লিখতেন তিনি। জেমসের সবশেষ প্রকাশিত ‘আই লাভ ইউ’ গানটিও তার সঙ্গে যৌথভাবে লিখেছেন বিশু।
 এ ছাড়াও তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমনি’, ‘অবশেষে জেনেছি’, ‘তুফান’ ইত্যাদি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |