ঢাকাThursday, 24 April 2025, 11 Boishakh 1432

হৃতিকের প্রাক্তন স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রেমিকা 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ , ০২:৫৪ পিএম


loading/img

বিবাহবিচ্ছেদের পর হৃতিকের জীবনে ভালোবাসার ছোঁয়া নিয়ে এসেছেন প্রেমিকা সাবা আজাদ। অভিনেতার জীবনে এখন সুজান খান শুধুই অতীত। অন্যদিকে প্রেমিক আরসালান গণির সঙ্গে নিয়ে বেশ ভালোই দিন কাটছে সুজানার।

বিজ্ঞাপন

এদিকে হৃতিকের প্রাক্তন স্ত্রীর প্রশংসা করেছেন অভিনেতার প্রেমিকা। তার কাছে ভীষণ সুন্দর প্রেমিকের প্রাক্তন স্ত্রী।   

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেছেন সুজান। ক্যাপশনে লিখেছেন, নিজেকে বলছি, ক্রমাগত নিজের অনুপ্রেরণা হয়ে এগিয়ে দাও নিজেকে। সেই সঙ্গে সিটবেল্ট হওয়ার জন্য মহাবিশ্বকে ধন্যবাদও জানান তিনি।   

বিজ্ঞাপন

ওই ছবিতে দেখা যায়, সুজানের পরনে রয়েছে কালো রঙের পোশাক, সঙ্গে চোখে গাঢ় কাজল। গাড়িতে উঠেই সিট বেল্ট বেঁধে নিয়েছেন তিনি। গাড়ির জানালা দিয়ে সূর্যের রশ্মি যেন ছুয়ে যাচ্ছে কোমল শরীর। অগ্নিশিখার মতো রুপের দ্যুতি ছড়াচ্ছেন সুজান। তার রূপ দেখে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা। 

ইতোমধ্যে তার সেই পোস্টে ভালোবাসার পরশ ছড়িয়ে দেন প্রেমিক আরসালান। তবে আরও এক জনের মন্তব্য নজর কেড়েছে নেটিজেনডের। তিনি হচ্ছেন হৃতিকের বর্তমান প্রেমিকা সাবা আজাদ। সুজানকে ভালোবাসা জানিয়ে তিনি লিখেছেন ভীষণ সুন্দর লাগছে তোমাকে সুজ।   

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয় হৃতিক-সুজানের। এরপর সন্তানদের দেখাশোনা দুজন মিলেই করেন তারা। তবে বিচ্ছেদের পরেও নিজেদের মধ্যে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন প্রাক্তন এই স্বামী-স্ত্রী

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |