ঢাকাThursday, 24 April 2025, 11 Boishakh 1432

যেন ভেতরে বাচ্চার শ্বাসপ্রশ্বাস টের পাচ্ছি : মাহি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ , ০৫:৩৭ পিএম


loading/img

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে অভিনয়, রাজনীতি, ব্যবসা, সংসার সবকিছু মিলিয়েই ব্যস্ততা তার। বিবাহিত জীবনে গত বছরের সেপ্টেম্বর মাসে মা হওয়ার সুখবরটি নিজেই জানিয়েছিলেন এই চিত্রনায়িকা।

বিজ্ঞাপন

তখন মাহি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা এই নায়িকা। এখন প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায় দিন গুনছেন। সম্প্রতি এ প্রসঙ্গে গণমাধ্যমে আলাপকালে জানালেন তার মাতৃত্বের নতুন খবর।

নায়িকা মাহি বলেন, ‘শিগগিরই নতুন অতিথি আসছে, এমন খবর শোনার পর পরিবারের সবাই বেশি বেশি যত্ন নিচ্ছে। নিজেও নিজের দিকে সব সময় খেয়াল রাখছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমার ভেতরে বাচ্চার শ্বাসপ্রশ্বাস যেন টের পাচ্ছি, ওর অস্তিত্ব বুঝতে পারছি। মহা আনন্দের দিনের অপেক্ষা যেন আর তর সইছে না। অনাগত সন্তানকে বরণ করে নিতে মায়ের বাড়ি, শ্বশুরবাড়িতে প্রস্তুতিও চলছে।’

প্রসঙ্গত, গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের (সোশ্যাল মিডিয়ায় রাকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।

বিজ্ঞাপন

রাকিবকে স্বামী হিসেবে পেয়ে স্বপ্নপূরণ হয়েছে মাহির। স্বামীকে নিয়ে ওমরাহ করে এসেছেন এই নায়িকা। প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা। কখনও বন্ধুদের সঙ্গে, আবার কখনও শুধু তারা দুজনে। সব মিলিয়ে দারুণ জমে উঠেছে মাহি-রাকিবের দাম্পত্য জীবন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |