ভাবনাকে ভক্তের রোমাঞ্চকর চিঠি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৯ মার্চ ২০২৩ , ০৪:০৮ পিএম


ভাবনাকে ভক্তের রোমাঞ্চকর চিঠি

পছন্দের তারকাদের নিয়ে ভক্তদের আগ্রহের সীমা নেই। মাঝে মধ্যেই নানান কাণ্ড ঘটিয়ে বসেন তারা। সম্প্রতি এমনই এক কাণ্ড ঘটালেন অভিনেত্রী আশনা হাবীব ভাবনা এক ভক্ত।

বিজ্ঞাপন

বুধবার (২৯ মার্চ) নিজের ভেরিফায়েড একাউন্টে একটি ছবি দিয়ে পোস্ট করেছেন তিনি। যেখানে একটি চিঠিতে তার ভক্ত অভিনেত্রীকে ভালোবাসার কথা জানিয়েছেন।   

পাঠকদের জন্য স্ট্যাটাসটি তুলে ধরা হলো-  

বিজ্ঞাপন

আমাকে মানুষ চেনে এটাই আমার কাছে অবাক লাগে। যখন মানুষ এসে বলে আপনার অভিনয় দেখি, বা আপনাকে ভালো লাগে আমি সত্যি অবাক হই। মাঝে মাঝে বিশ্বাস হয় না। তবে আজকে আমি একদম হা। এই ২০২৩ সালে আমার কোনো এক ভক্ত আমার জন্যে চিঠি লিখেছে এটা একজন অভিনেতার জন্যে ভাগ্যের ব্যাপার। আমি জীবনে কেবল আমার কাজটাই শতভাগ সততা ও আনন্দের সাথে করার চেষ্টা করি, জীবন আমার কাছে একটি উপহার। আর এই উপহার আমার আল্লাহ আমাকে দিয়েছে।  

আমি আমার মালিকের কাছে শুকরিয়া করছি এক জীবনে উনি আমাকে অনেক সম্মান ও মানুষের ভালোবাসা দিচ্ছেন। আর যিনি আমাকে এই চিঠিটি লিখেছেন তার প্রতি অনেক ভালোবাসা। ফজলে রাব্বি অনেক ধন্যবাদ আমার দিনটি সুন্দর করে দেওয়ার জন্যে।

বিজ্ঞাপন

ওই চিঠিতে অভিনেত্রীর ভক্ত লিখেছেন- 

‘প্রিয় ভাবনা আপু, পত্রের প্রথমেই আমার সালাম গ্রহণ করিবেন। আশা করি ভালো আছে। পত্রখানা আপনার হাতে পৌঁছাবে কি না জানিনা। তবুও মনের তৃষ্ণা নিবারণের প্রয়াসেই লেখা। ছোটবেলা থেকেই আপনি আমার প্রিয় অভিনেত্রী। আপনার অনেক নাটক আমার মন খারাপের ওষুধ। আপনার অভিনয়ের মায়ার জাদু বড়ই ভয়ংকর সুন্দর। আপনার অভিনীত ‘ওভার ট্রাম্প’ দেখলাম। রমা চরিত্রটির জন্য আপনি উপযুক্ত ছিলেন। আপনার মিষ্টি চরিত্রটি অনেক আনন্দে উপভোগ করেছি। ওটিটিতে আপনার আরও অনেক কাজ দেখতে চাই। আর কিছু লেখলাম না। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল।  

ইতি, আপনার ভক্ত, ফজলে রাব্বি 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission