ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

গানে ফিরলেন লিজা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০১ মে ২০২৩ , ১০:৩২ এএম


loading/img
ফাইল ফটো

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। রমাজনের কারণে সবধরনের কাজ বন্ধ রেখেছিলেন তিনি। ঈদের ছুটি কাটিয়ে অবশেষে কাজে ফিরেছেন লিজা। ঈদের পরপরই একই দিনে দুটি স্টেজ শোতে পারফর্ম করেছেন এ সঙ্গীতশিল্পী।  

বিজ্ঞাপন

শনিবার (২৯ এপ্রিল) রাজারবাগে পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এবং একই দিনে রাজধানীর একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ডিলার কনফারেন্সের স্টেজ শোতে পারফর্ম করেছেন লিজা।  

কাজে ফেরা প্রসঙ্গে লিজা বলেন, সাধারণত এ অফ সিজনে আমাদের কোনো শো থাকে না। কিন্তু আমার পরম সৌভাগ্য ঈদের পরপরই একই দিনে দুটি স্টেজ শোতে গান গাওয়ার সুযোগ হলো।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গান, উপস্থাপনা, খেলাধুলা সব মাধ্যমেই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন ২০০৮ সালের ক্লোজআপ ওয়ান বিজয়ী লিজা। এক যুগের ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেনএই গায়িকা। তার উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে, ‘পাগলী সুরাইয়া’, ‘ভুল করে যদি কখনও’, ‘যাবি কত দূরে’, ‘পাখি’, ‘এই তো ভালোবাসা’।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |