ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

পর্দায় দেখা যাবে জনি-অ্যাম্বারের দাম্পত্য কলহ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২২ জুলাই ২০২৩ , ০৩:৫১ পিএম


loading/img
জনি ডেপ ও অ্যাম্বার হার্ড

এবার পর্দায় দেখা যাবে হলিউডের জনপ্রিয় তারকা জনি ডেপ ও তার প্রেমিকা অ্যাম্বার হার্ডের দাম্পত্য কলহ। তাদের দাম্পত্য জীবনের ঘটনাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে ডকুমেন্টারি। ইতোমধ্যে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স ‘ডেপ ভার্সেস হার্ড’ ডকুমেন্টারি সিরিজের মুক্তির তারিখও ঘোষণা করেছে।   

বিজ্ঞাপন

হলিউডের সবচেয়ে আলোচিত ঘটনাকে কেন্দ্র করে ডকুমেন্টারিটি নির্মাণ করবেন পরিচালক ও নির্বাহী প্রযোজক এমা কুপার।

‘ডেপ ভার্সেস হার্ড’ দর্শকদের জনি ও অ্যাম্বারের মধ্যে চলা আদালতের মামলার সেই যাত্রায় নিয়ে যাবে এবং দুই তারকার মধ্যে দীর্ঘস্থায়ী বিরোধগুলো অন্বেষণ করবে।

বিজ্ঞাপন

জানা গেছে, বিশ্বে বিচার সম্প্রচারের প্রভাবের ওপর একটি বিশেষ ফোকাসসহ চূড়ান্ত রায়ের ওপর অনলাইন মিডিয়া কাভারেজ এবং সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়ার প্রভাবের দিকে নজর দেওয়া হবে এই তথ্যচিত্রে।

২০২৩ সালের ১৬ আগস্ট ‘ডেপ ভার্সেস হার্ড’ ডকুমেন্টারি সিরিজটি মুক্তি পাবে বলে জানা গেছে। তবে ইউনাইটেড কিংডমে এখনও সিরিজটি মুক্তির বিষয়ে কোনো ঘোষণা হয়নি।  

নেটফ্লিক্স অরিজিনাল ব্র্যান্ডিং ছাড়াই সিরিজটি ‘নেটফ্লিক্স ইউকে’তে আসবে কি না সেটা অনিশ্চিত। তবে যুক্তরাজ্যের দর্শকরা চ্যানেল-৪ ওয়েবসাইট, অ্যাপ বা ইউটিউবে ডকুমেন্টারিটি দেখতে পারবেন।  

বিজ্ঞাপন

সূত্র : ইউকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |