ঢাকাSunday, 16 March 2025, 2 Choitro 1431

সুপারস্টারের জন্মদিন উদযাপন করতে গিয়ে ভক্তের মর্মান্তিক মৃত্যু

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৪ জুলাই ২০২৩ , ০৮:০২ পিএম


loading/img
সুরিয়া

সিনেমা প্রেমীদের জন্য প্রিয় তারকার জন্মদিন মানেই  ঈদ কিংবা দিওয়ালির চেয়ে কম কোনো উৎসব নয়। বিশেষ করে ভারতে কোনো তারকার জন্মদিন মানেই অন্যরকম এক উন্মাদনা। সেখানে অমিতাভ বচ্চন হোক কিংবা শাহরুখ খান বা রজনীকান্তের মতো সুপারস্টারই হোক না কেন, জন্মদিন মানেই ভক্তদের কাছে বিশেষ একটি দিন!

বিজ্ঞাপন

ঠিক তেমনিই রোববার (২৩ জুলাই) বিশাল আয়োজনের মধ্য দিয়ে তামিল তারকা সুরিয়ার জন্মদিন পালন করার পরিকল্পনা ছিল তার ভক্ত-অনুরাগীদের। কিন্তু তাতেই ঘটেছে বিপত্তি!

জন্মদিনের আয়োজনে অভিনেতার ছবির ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তারকার দুই অনুরাগীর। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলার মপুলাভারিপালেম গ্রামে।

বিজ্ঞাপন

মূলত ‘জয় ভীম’ খ্যাত তারকা সুরিয়ার জন্মদিন পালন করার পরিকল্পনা ছিল তাদের। সেই উপলক্ষে অভিনেতার ছবির ব্যানার লাগাচ্ছিলেন দুই কলেজ শিক্ষার্থী। কিন্তু ব্যানারের একটি লোহার রড ওভারহেড বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা। ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মৃত দুই পড়ুয়ার নাম নাক্কা ভেঙ্কটেশ ও পোলুরি সাই।

ইতোমধ্যেই দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নরাসরাওপেটের হাসপাতালে। মৃত পোলুরি সাইয়ের বোন অনন্যার অভিযোগ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। তার দাবি, কলেজে কাঁড়ি কাঁড়ি টাকা বেতন দেওয়ার সত্ত্বেও পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না কর্তৃপক্ষ। তার আরও অভিযোগ, কলেজের ছাত্রাবাসের দিকেও খেয়াল রাখেন না কলেজ কর্তৃপক্ষ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |