ঢাকা

ছেলেকে আইন পেশায় দেখতে চান বুবলী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০২ আগস্ট ২০২৩ , ১১:২০ পিএম


loading/img

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীর। বর্তমানে এই দুই তারকার মধ্যকার সম্পর্ক ভালো না থাকায় মায়ের সঙ্গেই রয়েছেন বীর। বলা যায়, বুবলীই ছেলের সব দায়িত্ব পালন করেন।    

বিজ্ঞাপন

মাঝে মাঝেই বুবলীকে বলতে শোনা যায়, বীরের বাবা তিনি, মাও তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী জানান, ছেলেকে আইন পেশায় দেখতে চান এই নায়িকা।   

তিনি বলেন, বীর তো এখনও অনেক ছোট। তার বয়স সবে তিন বছর হলো। আমি চাই সে খুব সাধারণভাবেই বেড়ে উঠুক। বড় হয়ে সে কী হবে, সেটা তার ব্যাপার। তবে মা হিসেবে আমার চাওয়া থাকবে সে একজন ব্যারিস্টার হোক। আইন পেশায় নিজেকে নিযুক্ত করুক। 

বিজ্ঞাপন

বুবলী আরও বলেন, আমি দুই বছর এলএলবি করেছি, কিন্তু শেষ করতে পারিনি। আমার কাজের একটা প্রেসার ছিল। তাই মা হিসেবে চাই, আমি যেটা শেষ করতে পারিনি সেটা বীর সম্পন্ন করুক। 

তবে ছেলের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে নারাজ বুবলী। আগে বুঝতে চেষ্টা করব কিসের উপরে ছেলের বেশি আগ্রহ। তারপর সেভাবেই পথ চলবেন এই নায়িকা।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |