ইয়াসির আল হক পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’–এর ট্রেইলার প্রকাশ করলো ওটিটি প্ল্যাটফর্ম হইচই। তারকাবহুল এই থ্রিলার সিরিজে দর্শকদের মুগ্ধ করতে এতে অভিনয় করছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণ, শাহেদ আলী, কাজী নওশাবা আহমেদ এবং আফিয়া তাবাসসুম বর্ণ।
অরিজিনাল সিরিজটি দিয়ে দর্শকদের একটু ভিন্নমাত্রার রহস্যময় জার্নির মধ্য দিয়ে নিয়ে যাবে। যার জন্য দর্শকরা এই সিরিজটি এক বসায় দেখতে বাধ্য হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় সেই আভাসই দিয়েছেন শিল্পী-কুশলীরা।
পরিচালক ইয়াসির আল হকের প্রথম ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’–তে আইনজীবী রেজার গল্প বলা হয়েছে। ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেসটির শুনানিতে যাবার আগের রাতে রেজার জীবন জটিল মোড় নেয়। এই সিরিজে রেজা চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। কর্পোরেট ম্যানেজার রাকিবের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সাংবাদিক ও সঞ্চালক রিনি চরিত্রে জাকিয়া বারী মম, এ.ডি.সি আলতাফ চরিত্রে ইমতিয়াজ বর্ষণ, গাফফার চরিত্রে শাহেদ আলী, পাবলিক রিলেশনস অফিসার চরিত্রে আফিয়া তাবাসসুম বর্ণ এবং রেজার স্ত্রী আয়েশা চরিত্রে কাজী নওশাবা আহমেদ।
তারকাবহুল এই সিরিজে প্রায় সব অভিনেতারাই একে অপরের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছেন যার একঝলক দেখা যাচ্ছে এই ট্রেলারে।
ট্রেলার সম্পর্কে পরিচালক ইয়াসির আল হক বলেন, যেহেতু ট্রেলারটি গল্পের মুহূর্তগুলোর একটি কোলাজ মাত্র , তাই ‘সাড়ে ষোল’-এর আসল ঝলক দেখতে আপনাদেরকে বৃহস্পতিবার (১৭ আগস্ট) পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি দর্শকদের জন্য বলতে চাই যে, সিরিজটি দেখার সময় দয়া করে কেউ তাড়াহুড়ো করবেন না এবং শেষ পর্যন্ত দেখুন। আমি আত্মবিশ্বাসী যে আপনারা সিরিজটির প্রশংসা করবেন।