ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

‘ডেপ ভার্সেস হার্ড’ নিয়ে বিস্তর তর্ক-বিতর্ক 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ , ০৭:৪১ পিএম


loading/img
ফাইল ছবি

১৬ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হলিউড তারকা জনি ডেপ ও তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের মধ্যকার বিরোধ ও মামলা নিয়ে নির্মিত ডকুমেন্টারি ‘ডেপ ভার্সেস হার্ড’।

বিজ্ঞাপন

৩ পর্বের ‘ডেপ ভার্সেস হার্ড’ ডকুমেন্টারি সিরিজটিতে গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্বে বিচার ব্যবস্থার ওপরে সম্প্রচারের প্রভাব, আদালতের রায়ের ওপর অনলাইন মিডিয়া কভারেজ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়ার দিকে। তবে ডকুমেন্টারিটি প্রচারের পর থেকে দর্শকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ হতাশ হয়েছেন। কেউ আবার এটাকে ‘বিরক্তিকর’ বলছেন। 

নেটিজেনদের একাংশ মনে করছে, জনি ডেপের সম্মানহানি করার জন্য এটি তৈরি করা হয়েছে। এই কারণে কেউ কেউ নেটফ্লিক্সের মেম্বারশিপও বন্ধের ঘোষণা দিয়েছেন। হলিউডের সবচেয়ে আলোচিত এই ঘটনায় নির্মিত তথ্যচিত্রটির পরিচালক ও নির্বাহী প্রযোজক হলেন এমা কুপার। ‘ম্যাডেলিন ম্যাককান’, ‘বিক্রম: যোগী’, ‘দ্য মিস্ট্রি অব মেরিলিন মনরো: দ্য আনহার্ড টেপস’ এবং ‘গুরি’, ‘প্রিডেটর’-এর মতো কাজের জন্য খ্যাতি কুড়িয়েছেন তিনি।

বিজ্ঞাপন

হলিউড সুপারস্টার জনি ডেপ ও তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের দাম্পত্য কলহের কথা কারও অজানা নয়। এই নিয়ে মামলা-পাল্টা মামলায় জমে উঠেছিল বিনোদন জগৎ। সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার শীর্ষে ছিল তাদের এই আইনি লড়াই। তবে শেষ পর্যন্ত মামলার রায় জনি ডেপের পক্ষে যায় এবং অ্যাম্বার হার্ডকে দোষী করেন আদালত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |