ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

‘অসময়’ দিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন অমি

আরটিভি নিউজ

সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪ , ০৪:৩৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। নতুন বছরের শুরুতে এই নির্মাতা দর্শকদের জন্য সমাজের এই সময়ের গল্পগুলো তুলে ধরে নিয়ে এসেছেন ওয়েব ফিল্ম ‘অসময়’। সম্প্রতি দেশের একটি ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে এটি।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে, সব শ্রেণির দর্শক ‘অসময়’ দেখে প্রশংসা করছেন। পাশাপাশি প্রতিবারের মতো এবারও নতুন এই কন্টেন্টি মুক্তির পর থেকে সব শ্রেণির দর্শকদের প্রশংসায় ভাসছেন নির্মাতা অমি। ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত এই নির্মাতা আরটিভিকে বলেন, আমার জীবনে এত দ্রুত এত সাড়া কোনো কাজ থেকে পাইনি। মুক্তির পর মানুষের যেভাবে ভালোবাসা পাচ্ছি, এমন সব মানুষ আমাকে ফোন করছেন যারা বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিখ্যাত ব্যক্তিত্ব। আলহামদুল্লিলাহ! আমি আমার দর্শকদের কাছে কৃতজ্ঞ।

বিজ্ঞাপন

এদিকে অমির পরিচালনায় বঙ্গ অ্যাপে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘অসময়’ গড়েছে নতুন রেকর্ড। টাকা দিয়ে দেখেছেন বিশ্বজুড়ে ৩ লক্ষাধিক দর্শক। বিষয়টিকে দেশীয় ওটিটি কনটেন্টে রেকর্ড বলে দাবী করছে বঙ্গ কর্তৃপক্ষ।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ১০০টিরও বেশি দেশে ছাড়িয়েছে ৩.৫ কোটিরও বেশি মিনিট ভিউ, আর সেটিও মাত্র সাড়ে ৮ দিনে! যা ভেঙে ফেলেছে অমি’র গতবছরের কন্টেন্ট, ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এর রেকর্ড! 

বিজ্ঞাপন

সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে উর্বির জীবনের গল্প নিয়ে নির্মিত কাজল আরেফিন অমি’র প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’ গত ১৮ জানুয়ারি মুক্তি 

অসময়'র কেন্দ্রীয় চরিত্র উর্বির ভূমিকায় অভিনয় করেছেন এই সময়ের প্রতিভাবান অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এছাড়া উর্বির বাবা-মায়ের চরিত্রে তারিক আনাম খান ও মুনিরা মিঠুর দুর্দান্ত অভিনয় দর্শকদের যেমন কাঁদিয়েছে; পাশাপাশি হাসিয়েছে সাংবাদিক ও পুলিশ কর্মকর্তা চরিত্রে শরাফ আহমেদ জীবন ও ইরেশ যাকের জুটির মজার রসায়ন।

আইনজীবীর ভূমিকায় আলাদাভাবে নজর কেড়েছেন রুনা খান। পাশাপাশি পারিবারিক জীবনের দৃশ্যে ইন্তেখাব দিনারের সঙ্গে তার একে অপরকে ছাড়িয়ে যাওয়া অভিনয় ছিল নজরকাড়া।

পাশাপাশি শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদ, সুমন পাটোয়ারী প্রমুখ যার যার চরিত্রে ছিলেন অনবদ্য। ক্ষণিকের উপস্থিতিতে নিজেকে চমৎকারভাবে মেলে ধরেছেন জিয়াউল হক পলাশ।

প্রসঙ্গত, গেল বছর রোজার ঈদ উপলক্ষ্যে নির্মাতা কাজল আরেফিন অমি ওটিটি প্লাটফর্ম বঙ্গ-এর সঙ্গে ‘হোটেল রিল্যাক্স’ নির্মাণ করেন। অসময়-এর আগ পর্যন্ত সেটি বঙ্গ-এর সবচেয়ে জনপ্রিয় ও দেশীয় ওটিটি ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসাসফল কন্টেন্ট হিসেবে রেকর্ড গড়ে।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |