ঢাকাSaturday, 10 May 2025, 27 Boishakh 1432

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন কাজল আরেফিন অমি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ০৬:৪৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। তবে ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে নিজেক এই নির্মাতা নিয়ে গিয়েছে এক অনন্য জায়গায়।

বিজ্ঞাপন

এদিকে, দেখতে দেখতে দাম্পত্য জীবনের ৯ বছর পার করলেন অমি। মঙ্গলবার (২২ এপ্রিল) স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেন, ‘৯ বছর একসাথে’!

বিবাহবার্ষিকী এই বিশেষ দিনে আরও এক সুখবর দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’  খ্যাত এই নির্মাতা। প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন তিনি। আর এমন খুশির খবরে বেশ উচ্ছ্বসিত এই নির্মাতা।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের বেবি হবে। এখনো আমি আসলে জানি না যে ছেলে হবে, নাকি মেয়ে। ইনফ্যাক্ট, এটা জিজ্ঞেসও করিনি। যেটাই হবে, আমি চাই, আমার সুস্থ সন্তান হোক এবং আমার ওয়াইফ সুস্থ থাকুক। সবার কাছে দোয়া চাই।

প্রথম সন্তানের বাবা হতে যাওয়ার বিষয়টি অন্য রকম জানিয়ে তিনি আরও বলেন, এখনো ঠিকঠাক বুঝতে পারছি না। সন্তান হওয়ার পর বুঝতে পারব আসলে ফিলিংসটা কেমন। এখন একটু অন্য রকম লাগছে, কারণ ওয়াইফকে তো কখনো এভাবে দেখিনি। আমার মনে হয়, নতুন করে এক ধরনের মায়া তৈরি হচ্ছে।

প্রসঙ্গত, গেল ঈদে ওটিটি প্ল্যাটফরম বঙ্গতে মুক্তি পেয়েছে অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এতে অভিনয় করছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |