ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ঢাকাই চলচ্চিত্রে ভারতের একঝাঁক তারকা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১১ ফেব্রুয়ারি ২০২৪ , ০৯:৪৩ এএম


loading/img
ঢাকাই চলচ্চিত্রে ভারতের একঝাঁক তারকা

বর্তমানে ভারতে কাজ করছেন বাংলাদেশের অনেক অভিনয়শিল্পী। আবার ভারতীয় অনেক তারকাও অভিনয় করছেন ঢালিউডে। এবার জানা গেল, ঢালিউডের একটি সিনেমায় অভিনয় করবেন ভারতের একঝাঁক তারকা।

বিজ্ঞাপন

সিনেমাটির নাম ‘নলিনী’। প্রযোজনা করছে বাংলাদেশের বসুন্ধরা এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড। এই সিনেমায় অভিনয় করবেন ভারতের ১৯ অভিনয়শিল্পী। 

ইতোমধ্যে ১৯ শিল্পীর অভিনয়ের অনুমতি দিয়ে একটি লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে ভারতীয় শিল্পীদের ‘নলিনী’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া অভিনয়শিল্পীদের পারিশ্রমিক ও অন্যান্য খরচ বাবদ ২ কোটি রুপির বিপরীতে প্রথম কিস্তিতে ৫০ লাখ রুপি ব্যাংকিং চ্যানেলে ভারতে পাঠানোর অনুমতিও দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘নলিনী’ সিনেমার ভারতীয় অভিনয়শিল্পীরা হচ্ছেন— শর্মিলা ঠাকুর, সায়ী মঞ্জেরকর, পরান বন্দ্যোপাধ্যায়, মহেশ মঞ্জেরকর, অর্জুন চক্রবর্তী, ভিক্টর ব্যানার্জি, সীমা দেশমুখ, লিলি চক্রবর্তী, বাদশা মিত্র, ঋতাভরী চক্রবর্তী, টোটা রায় চৌধুরী, সমুদ্রনীল, শুভজিৎ দাস ও রণজয় বিষ্ণু।

‘নলিনী’ পরিচালনা করবেন উজ্জ্বল চ্যাটার্জি। সিনেমাটির চিত্রনাট্যকার হিসেবে ড. তনিমা ভট্টাচার্য এবং স্ক্রিপ্ট রাইটার হিসেবে রয়েছেন সাগরিকা চ্যাটার্জি। চিত্রগ্রহণে থাকছেন অভীক মুখোপাধ্যায়। 

বিজ্ঞাপন

শুধু ভারতীয় তারকারা নন, সিনেমায় বাংলাদেশের শিল্পীরাও অভিনয় করবেন। তবে কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।   

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |