নতুন প্রেমে মজেছেন ঋতাভরী, ডাক্তারকে বিয়ে করছেন না অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ , ১১:৫৫ এএম


ঋতাভরী চক্রবর্তী
ঋতাভরী চক্রবর্তী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। অভিনয় দক্ষতায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরই মধ্যে শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা অভিনেত্রী। চিকিৎসক প্রেমিক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে গেছে তার। মজেছেন নতুন প্রেমে। জানালেন, ডাক্তারবাবুকে আর বিয়ে করছেন না তিনি। 

বিজ্ঞাপন

তবে এখনই নতুন প্রেম বা ব্যক্তির পরিচয় প্রকাশ্যে আনতে চান না ঋতাভরী। এদিকে সম্পর্ক ভেঙে গেলেও তথাগতের সঙ্গে বন্ধুত্ব রয়েছে অভিনেত্রীর। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে ব্যক্তিগত জীবনের নানান বিষয় নিয়ে কথা বলেন তিনি। 

ঋতাভরী বলেন, সেই ডাক্তারবাবুকে বিয়েটা আর করছি না। একটা প্রেম আছে জীবনে। তবে এই মুহূর্তে সেটা নিয়ে কথা বলার মতো জায়গায় পৌঁছাইনি। সময় হলে তো আপনারা জানতেই পারবেন। প্রেমের প্রতি আমার অগাধ বিশ্বাস। প্রেম ভেঙে গেলেও তথাগতের সঙ্গে আমার এখনও বন্ধুত্ব রয়েছে। কোনো তিক্ততা নিয়ে সম্পর্ক ভাঙেনি। অসুস্থ হলে কিন্তু ও এখনও আমার খোঁজ নেয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ক্যারিয়ার ত্যাগ করে কখনও বিয়ে করা উচিত নয়। আমি তো দেখেছি, যার জন্য মানুষ কাজ ছেড়ে দিল, তাকেই শেষে ভুলে গেল। এই রূপ-যৌবন কত দিন থাকে! এজন্যই আমি এখনও বিয়ে করিনি। ভুল মানুষকে বিয়ে করতে চাই না।

বিয়ে করা প্রসঙ্গে ঋতাভরী বলেছেন, ভুল মানুষকে বিয়ে করতে চাই না। তবে আমার দিদি এবং সম্বিতের বিয়েটা দারুণ। তারা একে অপরের ভালো বন্ধু। তখন মনে হয় বিয়েটা সুন্দর জিনিস।

প্রসঙ্গ, ২০২১ সালে দুটি বড় অপারেশন হয় ঋতাভরীর। তখন অভিনেত্রীকে দেখভাল করেন চিকিৎসক তথাগত। ২০২২ সালে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। আংটি বদলের পর লিভ-ইনে থাকার কথাও জানান তিনি। তবে হঠাৎ তাদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ায় ভেঙে যায় সম্পর্কটি। 
 

বিজ্ঞাপন

 

আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission