• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

এবার অনৈতিক প্রস্তাব প্রসঙ্গে মুখ খুললেন ঋতাভরী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৬
ঋতাভরী চক্রবর্তী
ঋতাভরী চক্রবর্তী

ভারতে আর জি কর ধর্ষণকাণ্ডে প্রতিবাদে উত্তাল দেশটি। এসবের মাঝেই নতুন করে তোলপাড় ফেলেছে হেমা কমিশনের রিপোর্ট। এতে একের পর এক উঠে এসেছে চলচ্চিত্র জগতের যৌন হেনস্তার কালো অধ্যায়। ইতোমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন অনেক অভিনেত্রীই।কেউ কেউ মামলাও করেছেন। এবার অনৈতিক প্রস্তাব প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

অভিনেত্রী বলেন, যখন আমি শোবিজের শুধুই পরিচিত মুখ। তখন সবাই আমাকে টার্গেট করতে শুরু করে। এটা যেন ধরে নিয়েছে, কাজ পেতে গেলে আপস করতে হবে। সবাই যে সরাসরি বিছানায় যাওয়ার প্রস্তাব দেয় তা নয়।

তিনি বলেন, একজন বড় অভিনেতা এক ব‌্যক্তির মাধ‌্যমে আমাকে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দেন। তবে আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম। সে সময় বিষয়টি নিয়ে একজন সিনিয়র জার্নালিস্টের কাছে ক্ষোভ প্রকাশ করেছিলাম।

সেই জার্নালিস্ট আমাকে বলেছিলেন, এত বড় সুযোগ হাতছাড়া করলে! ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে এটুকু তো মেনে নিতেই হবে। ওইরকম একটা মানুষ তোমাকে কাছে পেতে চাচ্ছে!

জবাবে আমি বলেছিলাম, এমন শিক্ষিত মানুষের কাছ থেকে এটা আমি আশা করিনি। তাই স্পষ্ট বলেই দিয়েছিলাম, এসব আমি পারব না। উনি বলেছিলেন, ‘তাহলে তুমি কবিতা লেখো, অভিনয় করে কাজ নেই।’ এটা আমার কাছে খুব হতাশাজনক ছিল।

প্রসঙ্গত, সামনে ‘বহুরূপী’ সিনেমায় দেখা যাবে ঋতাভরীকে। সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন আবির চ্যাটার্জি। আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাবে সিনেমাটি। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো আবিরের সঙ্গে দেখা যাবে ঋতাভরীকে। এর আগে দুজনকে ‘ফাটাফাটি’ সিনেমায় অভিনয় করেছিলেন তারা।


আরটিভি/এইচএসকে/এ আর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুখ খুললে আমাকেই শেষ করে দেবে: ঋতাভরী
নতুন প্রেমে মজেছেন ঋতাভরী, ডাক্তারকে বিয়ে করছেন না অভিনেত্রী
কেন বাবার শেষকৃত্য অনুষ্ঠানে যাননি ঋতাভরী
হাসপাতালে ভর্তি ঋতাভরী