ঢাকাThursday, 24 April 2025, 11 Boishakh 1432

রণবীর ও আলিয়ার পার্টি নষ্ট করে দিলেন শাহরুখ (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ , ০৪:২৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে কাপুরদের সখ্যতা বেশ। দিওয়ালি হোক বা হোলি, যেকোনো অনুষ্ঠানে কিংবা হাইপ্রোফাইল পার্টিতে একসঙ্গে সুখী পরিবারের মতো ধরা দেন তারকারা। কিন্তু এবার দেখা গেল ভিন্ন দৃশ্য! রণবীর কাপুর ও আলিয়া ভাটের বাড়ির পার্টি তছনছ করে দিলেন কিং খান।

বিজ্ঞাপন

শাহরুখের এমন কর্মকাণ্ড আসলে একটি বিজ্ঞাপনী কৌশল। যেখানে রণবীর-আলিয়াকেও দেখা গেছে একফ্রেমে। তবে অভিনেতারা ফিল্মি পরিচয়েই ধরা দিলেন। রণবীরকে যেখানে ‘রকস্টার’র ভূমিকায় দেখা গেছে, আলিয়া ভাটকে দেখা গেছে গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ির চরিত্রে। আর শাহরুখ খান? তিনি ধরা দিলেন বছর খানেক আগের গ্যাংস্টার ‘রইস’ অবতারে। তিন বলিউড তারকাকে একফ্রেমে দেখে অনুরাগীরা দারুণ উচ্ছ্বসিত। এবং তার থেকেও বেশি চর্চায় বিজ্ঞাপনের কনটেন্ট।

বিজ্ঞাপনে শাহরুখকে দেখা গেল, রণবীর-আলিয়ার বাড়ির ছাদ ভেঙে প্রবেশ করতে। আর সেটা দেখেই হতভম্ব ‘গাঙ্গুবাই’ এবং ‘রকস্টার’। নিজের চরিত্রের স্টাইলেই সংলাপ আওড়াতে দেখা গেল তাদের। আর সেই বিজ্ঞাপন দেখেই ‘রকস্টার’, ‘গাঙ্গুবাই’ আর ‘রইস’ শাহরুখকে এক সিনেমায় দেখার আর্জি অনুরাগীদের।

বিজ্ঞাপন

 


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |