• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বাংলাদেশে তৃতীয় মিশনে যার সঙ্গী হচ্ছেন ইধিকা পাল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৮
ইধিকা পাল
ইধিকা পাল

বাংলাদেশের প্রথম সিনেমায়ই বাজিমাত করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে পর্দায় রীতিমতো দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর শরীফুল রাজের বিপরীতে ‘কবি’ সিনেমায় কাজ করেছেন ইধিকা। এবার তৃতীয় মিশনে নামছেন এই অভিনেত্রী।

তবে তৃতীয় সিনেমায় কার সঙ্গী হতে যাচ্ছেন ইধিকা? এমন প্রশ্ন রীতিমতো ঘুরপাক খাচ্ছে অভিনেত্রীর ভক্তদের মনে।

জানা গেছে, তানিম রহমান অংশুর নির্মিতব্য সিনেমা ‘সিকান্দার’-এ অভিনয় করবেন ইধিকা। আর এই সিনেমায় চিত্রনায়ক সিয়ামের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

‘সিকান্দার’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই সিনেমায় সিয়াম ও ইধিকা অভিনয় করবেন। দুজনের সঙ্গেবেশ কয়েকবার সিনেমার গল্প নিয়ে বসা হয়েছে। তারা গল্প শুনেছেন। ‘সিকান্দার’-এ অভিনয়ের জন্য দুজনেই ইচ্ছুক। বর্তমানে শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন সিয়াম-ইধিকা।

মূলত প্রেম ও সংকটের গল্প নিয়ে তৈরি হবে ‘সিকান্দার’। যৌথভাবে সিনেমাটির গল্প লিখেছেন সরদার সানিয়াত, অনন্য মামুন এবং নির্মাতা নিজে। আগামী মার্চ থেকে শুরু হবে সিনেমাটির শুটিং।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকাশ্যে এলো শাকিবের ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক
জুয়ার বিজ্ঞাপনে ডিপফেকের শিকার ড. ইউনূস ও শাকিব খান!
শাকিবের ‘দরদ’কে পাকিস্তানের না
ঈদে আসছে শাকিব-রাফীর ‘তাণ্ডব’