• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

নতুন সিনেমায় দিলারা জামান

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৭ এপ্রিল ২০২৪, ১৪:৪০
ছবি : সংগৃহীত

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে নাটক-সিনেমায় কখনও তাকে দেখা গেছে মমতাময়ী মায়ের চরিত্রে, আবার কখনো ভিন্ন কোনো ভূমিকায়।

বিশেষ করে গেল ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ সিনেমায় এই অভিনেত্রীকে দেখা গেছে শাকিব খানের দাদি হিসেবে। ধারাবাহিকতা বজায় থাকবে আসছে কোরবানি ঈদেও। ‘জংলি’ সিনেমায় তাকে দেখা যাবে চিত্রনায়িকা শবনম বুবলীর দাদির চরিত্রে।

এরই মধ্যে এম রাহিম পরিচালিত এ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন দিলারা জামান।

তিনি বলেন, ‘জংলি’ সিনেমার গল্পটি খুবই ভালো। সঙ্গে আমার চরিত্রটিও সুন্দর। আশাকরি, এই সিনেমাটি সবার ভালো লাগবে। উপভোগ্য হবে।

দিলারা জামান আরও বলেন, বাইরে প্রচণ্ড গরম। তাছাড়া আমার বয়সও হয়েছে। তাই চাইলেও আর আগের মতো সেভাবে শুটিং করতে পারছি না। তবে যেসব গল্প ভালো লাগে, যে কাজগুলোর প্রতি ভালো লাগা জন্মায় সেগুলোই করার চেষ্টা করছি।

‘জংলি’ সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদকে। এখানে তার বিপরীতে থাকছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহর আর গ্রামের মানুষদের গল্প নিয়ে ‘সবুজ গ্রাম পাথরের শহর’
শিগগিরই পর্দা মাতাতে আসছেন দিলারা জামান
শাকিব-সিয়ামের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ
হাসপাতালে শয্যাশায়ী ছিলেন দিলারা জামান, জানতেন না কেউই