ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী পরীমণি। তার জীবনের নতুন খবর হলো, ফুটফুটে এক মেয়ে সন্তান দত্তক নিয়েছেন তিনি। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম।
রোববার (১২ মে) মা দিবসে তাকেই প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী।
নিজের ফেসবুকে ১০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে পরী তার ক্যাপশনে লিখেছেন, হ্যাপি মাদার্সডে টু মি! সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার একটি ইমোজি।
তিনি আরও লিখেছেন, আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ। আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি।
প্রসঙ্গত, সম্প্রতি পরীমণি কলকাতার একটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন। যার নাম ‘ফেলু বক্সী’, নির্মাণ করছেন দেবরাজ সিনহা। সিনেমাটিতে পরী ছাড়াও দেখা মিলবে সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারের মতো তারকাদের।