ঢাকাSaturday, 28 June 2025, 14 Ashaŗh 1432

স্বস্তিকার সঙ্গে এবার জুটি বাধঁছেন শরিফুল রাজ

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ , ০৩:৫৩ পিএম


loading/img
স্বস্তিকা মুখার্জি ও শরিফুল রাজ

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির এবার জুটি বাধঁছেন শরিফুল রাজ। গেল বছরের সেপ্টেম্বর মাসের শুরুতে নির্মাতা হিমু আকরাম ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন।

বিজ্ঞাপন

স্বস্তিকা মুখার্জি

আর এই সিনেমাতেই নায়িকা হিসেবে অভিনয় করবেন স্বস্তিকা। সম্প্রতি জানা গেছে, এতে তার বিপরীতে নায়কের চরিত্রে স্ক্রিন শেয়ার করবেন রাজ। ইতোমধ্যে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

শরিফুল রাজ

জানা গেছে, নিজের গল্পেই প্রথম সিনেমা নির্মাণ করবেন হিমু আকরাম। যৌথ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মোহাম্মদ নাজিম উদ দৌলা, মোহাম্মদ নাজিম উদ্দিন ও নির্মাতা নিজে। সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে সিনেমাটির দৃশ্যধারণ হবে বলে জানা গেছে।

‘আলতাবানু জোছনা দেখেনি’সিনেমাটির প্রযোজনায় রয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া। স্বস্তিকা-রাজ ছাড়া  সিনেমায় আরও রয়েছেন— ইরেশ যাকের, মামুনুর রশীদ ও সোহেল মণ্ডলসহ আরও অনেকেই।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |