ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব শাহরুখের, অতঃপর...

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ০৫:৫৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বলিউডের কিং খান শাহরুখ খান, যিনি ২০০০ সালের এক সৌন্দর্য প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন। আর প্রতিযোগীদের মঞ্চে ছিলো প্রিয়াঙ্কা চোপড়া। দর্শকাসনে তখন অসংখ্য লোক। আর সেই মঞ্চেই  প্রশ্নোত্তর পর্বে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করেছিলেন শাহরুখ। 

বিজ্ঞাপন

কাকে বিয়ে করবেন প্রিয়ঙ্কা চোপড়া? এমন একটি প্রশ্ন করেতিনজনের নাম পেশ করেন শাহরুখ খান। মুহাম্মদ আজহার উদ্দিনের মতো খেলোয়াড়, যিনি সারা বিশ্বে দেশের নাম উজ্জ্বল করে চলেছেন এবং যার জন্য গর্ববোধ করবেন তিনি। অথবা, কোনও ধনী ব্যবসায়ী, যিনি বহুমূল্য অলঙ্কারে সাজিয়ে তুলবেন প্রিয়াঙ্কাকে। নয়তো শাহরুখের মতো একজন বলিউড তারকা, যিনি এই ধরনের কল্পনাভিত্তিক কঠিন প্রশ্ন করবেন।

বিজ্ঞাপন

উত্তরে খেলোয়াড়কে বেছে নিয়েছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, বাড়ি ফিরে আমার স্বামীকে যাতে বলতে পারি, তার জন্য সারা দেশ গর্বিত। নিজের সেরাটা দিতে পেরেছেন তিনি। তাকে নিয়ে মুগ্ধ আমি।

সেই সৌন্দর্য প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতেছিলেন অভিনেত্রী। একটি তামিল ছবি করার পরে ২০০৩ সালে বলিউডে অভিষেক হয় তার। ‘ডন’ ও ‘ডন ২’ ছবিতে ছবিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রিয়াঙ্কা।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |