শাহরুখের বাংলোয় ‌‘বেআইনি’ কাজ, প্রশাসনের হানা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০২:০৭ পিএম


শাহরুখের বাংলোয় ‌‘বেআইনি’ কাজ, প্রশাসনের হানা
ছবি: সংগৃহীত

বেশ কয়েক মাস ধরেই বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এর সংস্কার কাজ চলছে। বৃহন্মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত এই বাংলোর সংস্কারের সময় উপকূলীয় অঞ্চলের নিয়মবিধি মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। এই বেআইনি নির্মাণের অভিযোগে শুক্রবার (২০ জুন) মান্নাত পরিদর্শনে গিয়েছিল পরিবেশ দপ্তর ও মুম্বাই পৌর কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ১৯১৪ সালে তৈরি হয় মুম্বাইয়ের অন্যতম আবাসন ভবন মান্নাত। সেখানেই এখন সপরিবারে বসবাস করেন শাহরুখ-গৌরী। সম্প্রতি সংস্কার কাজ শুরু হলে তাঁরা অন্যত্র উঠেছেন। বর্তমানে মান্নাতের অ্য়ানেক্স বিল্ডিংয়ের আরও ২টি নতুন তলা বাড়ানো হচ্ছে।

মুম্বাইয়ের পরিবেশকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, মান্নাত নির্মাণে উপকূলীয় অঞ্চলের নিয়মবিধি মানা হয়নি। অভিযোগকারীদের দাবি, মান্নাতের অ্যানেক্স বিল্ডিংটি আরব সাগর উপকূলের খুব কাছে তৈরি করা হয়েছে, যা উপকূলীয় বাস্তুতন্ত্রের জন্য ক্ষতিকর। এ ছাড়াও অন্যান্য বিষয়েও মানা হচ্ছে না নিয়ম!

বিজ্ঞাপন

বন বিভাগের একজন কর্মকর্তা পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‌সংস্কারের অনুমতি সম্পর্কে অভিযোগ পেয়ে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করা হবে এবং শিগগিরই তা জমা দেওয়া হবে।

তদন্তকারী কর্মকর্তা ওয়াই পি সিং বলেন, আবাসন নিয়ম ভেঙেছেন কিং খান। কারণ মান্নাত আটতলা করার কোনো অনুমতি ছিল না। পরিবর্তে ১২টি বিলাসবহুল ফ্ল্যাট তৈরির কথা ছিল, সেই নিয়মও নাকি মানা হয়নি। বৃহন্মুম্বাই পৌরসভা কর্তৃপক্ষের সায় না থাকলে এই কাজ করা সম্ভব নয়।

তবে কিং খানের পরিবারের তরফে নিয়ম না মানার অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, মহারাষ্ট্র উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমতি নিয়েই সংস্কার কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, তারকাদের বিরুদ্ধে মাঝেমধ্যেই পদক্ষেপ গ্রহণ করে থাকে বৃহন্মুম্বাই পৌরসভা। বেশির ভাগ ক্ষেত্রেই তাঁরা বেআইনি নির্মাণ করছেন বা পুরনো ভবন সংস্কারের ক্ষেত্রে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন বলে অভিযোগ ওঠে। এই তালিকায় কঙ্গনা রনৌত থেকে অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী—এমন অনেকেই রয়েছেন। এবার শাহরুখ খানের পালা! এখন তদন্ত শেষে পরিদর্শনকারী কর্মকর্তারা কী রিপোর্ট জমা দেন, সেটাই দেখার বিষয়।

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission