যে কারণে বাবার পদবি মুছে ফেললেন টম ক্রুজ কন্যা

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ২৮ জুন ২০২৪ , ০৬:১৯ পিএম


যে কারণে বাবার পদবি মুছে ফেললেন টম ক্রুজ কন্যা

সম্প্রতি নিজেদের নাম থেকে বাবার পদবি মুছে ফেলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট কন্যা শিলো ও ভিভিয়েন। মা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের জেরেই পদবি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় ব্র্যাড কন্যারা। তাদের মতো এবার একই পথেই হাঁটলেন আরেক হলিউড অভিনেতা টম ক্রুজের মেয়ে সুরিও। নিজের নামের থেকে বাবার পদবি সরিয়ে ফেললেন এই তারকা কন্যা।

বিজ্ঞাপন

মার্কিন গণমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমসের খবর, টম ক্রুজের মেয়ে সুরির নতুন নাম প্রকাশ্যে এসেছে। জানা গেছে, সুরি যখন তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, তখন তার নাম ছিল সুরি ক্রুজ। কিন্তু সম্প্রতি তার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ‘সুরি নোয়েল’ নামে তার স্নাতক সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালে সুরি তার নাম থেকে ক্রুজ সরিয়ে পদবিতে নোয়েল যোগ করেন। নোয়েল পদবিটি মূলত তার মা কেটি হোমসের মধ্যম নাম বলে জানা গেছে।

এদিকে সুরির এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না টম ক্রুজ। কারণ, টেলর সুইফটের একটি কনসার্টে যোগ দেওয়ার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি। এ ছাড়াও সেখানে অভিনেতা তার পরবর্তী ছবি ‘মিশন ইম্পসিবল’-এর শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন।

বিজ্ঞাপন

টম ও কেটির বিবাহবিচ্ছেদ ঘটে ২০১২ সালে। এরপর থেকেই মায়ের সঙ্গেই থাকেন সুরি। শোনা গিয়েছিল, বিবাহবিচ্ছেদের পর থেকে তার সন্তানদের, বিশেষ করে সুরির সঙ্গে টমের সম্পর্ক জটিল হয়ে ওঠে। এমনকি গুঞ্জন উঠেছিল টম নিজেকে সুরির থেকে দূরে সরিয়ে নিয়েছেন।

তবে ২০১৩ সালে একটি মানহানির মামলায় এই অভিযোগ অস্বীকার করেছিলেন টম। মানসিক, শারীরিক, আর্থিক বা অন্য কোনওভাবেই তিনি তার মেয়েকে পরিত্যাগ করেননি বলে জানিয়েছিলেন অভিনেতা।

বিজ্ঞাপন

এদিকে হলিউড জুটি ব্রাড পিট ও অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মেয়ের পদবি পরিবর্তনের কারণও এক। ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনার ছয় সন্তানের নাম ম্যাডক্স, জাহারা, শিলোহ, প্যাক্স এবং যমজ নক্স ও ভিভিয়েন। তারা বর্তমানে জোলির অভিভাবকত্বে রয়েছে। কারণ, ব্রাড-অ্যাঞ্জেলিনা জুটির বিচ্ছেদ ও সম্পত্তির বণ্টনের লড়াই আদালতে চলমান। তার জের ধরে পিট-জোলি কন্যা শিলো নুভেলা পিট নিজের নাম থেকে বাবার পদবি ‘পিট’ তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission