দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘চল পালাই’ ছবিটি দেশব্যাপি মুক্তি পেয়েছে আজ। ছবিতে দুই নায়ক শিপন ও শাহরিয়াজের বিপরীতে আছেন তমা মির্জা।
রোমান্টিক গল্পের ছবিতে শিপন ও তমাকে প্রেমিক-প্রেমিকার ভূমিকায় দেখা যাবে। কোনো একটা কারণে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। এমন ঘর পালানোর গল্পে এগিয়ে যায় ‘চল পালাই’ ছবিটি।
শিপন বলেন, একটা জার্নির মধ্যে দিয়ে গল্পটি দেখানো হয়েছে। ছবিটি দর্শকের বিনোদনের খোরাক যোগাবে।
তমা বলেন, এই ছবির জন্য অনেক সময় দিয়েছি। প্রত্যাশাটাও বেশি। পরিচালক দেবাশীষ বিশ্বাস অনেক যত্ন নিয়ে ছবিটি নির্মাণ করেছেন। চেষ্টা করেছি ভালো অভিনয় করার। আশা করছি দর্শকদের ভালো লাগবে ছবিটি।
শাহরিয়াজ বলেন, প্রতিটি শিল্পী চান ভালো গল্পের ছবিতে কাজ করতে। ভিন্নধর্মী একটি চরিত্রে নিজেকে দেখতে। সেই জায়গা থেকে ‘চল পালাই’ ছবিতে কাজ করে আমি তৃপ্ত।
দেবাশীষ বিশ্বাস বলেন, আমি সব সময় দর্শকের বিনোদনের কথা বিবেচনা করে ছবি নির্মাণ করি। ‘চল পালাই’ ভিন্নধারার বাণিজ্যিক ছবি। রাঙামাটির পাহাড়ের দুর্গম পথে পথে শুটিং করেছি।
তিনি আরো বলেন, দর্শকরাই সবচেয়ে বড় বিচারক। তারা বিচার করবেন ছবিটি কেমন হয়েছে। আমি সবাইকে হলে গিয়ে ছবিটি দেখার আমন্ত্রণ জানাই। হলে গিয়ে বাংলাদেশের বাংলা সিনেমা দেখুন। তাহলেই আমাদের চলচ্চিত্রের উন্নয়ন হবে।
এম/পিআর